Indiahood-nabobarsho

ক্রিকেট খেলতে দিয়েছেন বিরাট বলিদান! KKR-র ভেঙ্কটেশের কত সম্পত্তি জানেন?

Published on:

What is the net worth of Venkatesh Iyer?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সদের অন্যতম ভরসা তিনি। বিগত মরসুমগুলিতে দলের হয়ে পরিশ্রমের ফল, হাতেনাতে পেয়েছেন নভেম্বরের IPL নিলামেই। চলতি মরসুমে তিনি KKR-র সবচেয়ে দামি প্লেয়ার। নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার প্রসঙ্গ শুরু হচ্ছে? হ্যাঁ, মধ্যপ্রদেশের উচ্চশিক্ষিত প্রতিভা তথা KKR-র বিধ্বংসী অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) ক্রিকেট জগতে পা রাখা কিন্তু মায়ের হাত ধরেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

একবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা স্বীকার করেছিলেন ভেঙ্কি। খেলোয়াড় জানিয়েছিলেন, মা পাশে ঢাল হয়ে না দাঁড়ালে হয়তো কোনও বেসরকারি কোম্পানিতে কাজ করেই জীবন চালাতে হতো। মায়ের জন্যই ক্রিকেট জগতে এত নাম, খ্যাতি। সবকিছুই গর্ভধারিণীর দৌলতেই। এ মরসুমেও নিজের হাত খুলতে শুরু করেছেন আইয়ার। তবে KKR-র হয়ে IPL-এ পরিচিতি পাওয়া এই খেলোয়াড়ের ব্যক্তিগত সম্পত্তি কত জানা আছে ?

ক্রিকেট খেলেতেই বড় সিদ্ধান্ত নেন আইয়ার

দক্ষিণ ভারতের এক সাধারন পরিবারে জন্ম কলকাতা নাইট রাইডার্সের বড় অস্ত্র ভেঙ্কটেশের। আর পাঁচটা সাধারণ পরিবারের মতোই আইয়ার পরিবারও খেলোয়াড়ের উচ্চ শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিল। তবে বইয়ে মুখ গুঁজে থাকার বাধা ধরা জীবন ভাল লাগত না ভেঙ্কটেশের। কিন্তু বাবা ছিলেন একরোখা। পড়াশোনার প্রতি প্রচন্ড ঝোঁক থেকেই ছেলের উচ্চশিক্ষার ওপর জোর দিয়ে গিয়েছেন বরাবরই। তবে মা ছেলের মন বুঝতেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও দেদার ছাড় দিয়েছিলেন তিনি। আর এভাবেই ক্রিকেট পাগল ভেঙ্কটেশ 22 গজের পাশাপাশি B.COM শেষ করে চার্টার অ্যাকাউন্টেন্সির জন্য পড়াশোনা শুরু করেন। এদিকে মধ্যপ্রদেশ দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ক্রিকেট টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও হয়ে ওঠেন ভেঙ্কটেশ।

ফলত, খেলা এবং পড়াশোনা একসাথে চালিয়ে যাওয়া কার্যত দুষ্কর হয়ে উঠছিল আইয়ারের পক্ষে। এমতাবস্তায়, আসে সেই সময়, যখন CA ফাইনালের জন্য প্রস্তুতি নিতে গেলে ক্রিকেট ছাড়তে হবে, আর ঠিক সেই মুহুর্তে মায়ের সহযোগিতায় ক্রিকেট ক্যারিয়ারকে বেছে নেন ভেঙ্কি। CA ছেড়ে শুরু করেন MBA-র প্রস্তুতি। অনেকেই নাইট তারকার জীবনের এই অজানা অধ্যায় সম্পর্কে অভিহিত নন।

রিটেনশন তালিকা থেকে বাদ পড়ায় কান্নায় ভেঙে পড়েন ভেঙ্কি

গত বছর কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকা থেকে বাদ পড়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। বন্ধু রিঙ্কু, রমণদীপদের মাঝে জায়গা হয়নি তাঁর, একথা ভেবেই একেবারে কান্নায় ভেঙে পড়েছিলেন আইয়ার। তবে ছবিটা বদলে যায় নভেম্বরের মেগা নিলামের পরই। অকশন টেবিল থেকে ভেঙ্কটেশ আইয়ারকে 23.75 কোটির মোটা অঙ্ক দিয়ে কিনে নেয় কলকাতা। যদিও পরবর্তীতে আইয়ার জানিয়েছিলেন, তিনি যে এত টাকা পাবেন, তা কখনও কল্পনাতেও আসেনি তাঁর।

ভেঙ্কটেশ আইয়ারের ব্যক্তিগত সম্পদ

ভারতীয় দলের হয়ে ওয়ানডে ও টি টোয়েন্টি উভয় ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের অন্যতম যোদ্ধা উচ্চশিক্ষিত ভেঙ্কটেশ আইয়ারের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ কত তা জানেন না অনেকেই। সেই সূত্রেই বলে রাখি, IPL 2025 মরসুমে 20 লাখের প্লেয়ার থেকে একেবারে 23.75 কোটির এন্ট্রির দৌলতে বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ অনেকটাই বেড়েছে।

অবশ্যই পড়ুন: এই নিয়মে সুবিধা, ফাইনালও জিতবে মোহনবাগান! কবে, কোথায় খেলা?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার পাশাপাশি Dream11, Iodex, Gritpro সহ বেশ কিছু নামি সংস্থার প্রধান মুখ এই ভেঙ্কটেশ। ফলত, তাঁর রোজগারের উৎস এখন আর নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। বেশ কয়েকটি সূত্র ও রিপোর্ট অনুযায়ী, ভেঙ্কটেশ আইয়ারের মোট সম্পদের পরিমাণ প্রায় 40 কোটির কাছাকাছি। যদিও এ বিষয়ে কোনও রকম তথ্য দেননি খেলোয়াড়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group