প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর রামনবমী মিছিলকে ঘিরে বিভিন্ন রাজ্যে অশান্তি ছড়ানোর ঘটনা ঘটতে দেখা গিয়েছে। কোথাও পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ উঠে আসে তো কোথাও আবার মিছিলে ডিজে বাজানোকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা। আর এই আবহে বঙ্গেও মিছিলকে ঘিরে নানা অশান্তির ছবি উঠে আসে। যার মধ্যে অন্যতম হল ভাটপাড়া। এখনও পর্যন্ত ভাটপাড়াতে রাম নবমী মিছিল নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না অর্জুন সিংয়ের। আর এই আবহে রামনবমীর দিন ইজরায়েলের পতাকা নিয়ে মিছিল করার অভিযোগে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে এফআইএর দায়ের করলেন বিধায়ক সোমনাথ শ্যাম।
ঘটনাটি কী?
গত রবিবার, রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল বের হয়েছিল। ঠিক তেমনই ওইদিন রামনবমী উপলক্ষে সারা রাজ্যের মতো ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া ও জগদ্দলেও বের হয়েছিল মিছিল। ওই মিছিলে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে দেখা গিয়েছিল। সেখানে একহাতে রামচন্দ্রের ছবি সম্বলিত গেরুয়া ধ্বজা ধরেছিলেন অর্জুন, আর তাঁর অন্য হাতে ছিল ইজরায়েলের নীল-সাদা পতাকা। বেশ কয়েকজন যুবককের হাতেও দেখা যায় ওই পতাকা। আর সেই নিয়ে শুরু হয় জোর বিতর্ক। অর্জুনের হাতে ইজরায়েলের পতাকা দেখে সেদিনই জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের মন্তব্য ছিল, “ধর্ম আর রাজনীতি মেলালে চলবে না। যাঁরা এটা করেছে, তাঁরা চায় ধর্মীয় মিছিল, রামের মিছিল নষ্ট করতে। এটা একটা ষড়যন্ত্র।”
তৃণমূল বিধায়কের এই হেন মন্তব্যে চুপ করে বসে থাকেনি একসময়ে তৃণমূলের প্রার্থী এবং বিজেপি নেতা অর্জুন সিং। তিনি দাবি করেন, “মহরমের মিছিলে এখানে প্যালেস্টাইন এর পতাকা বের হয়। তাহলে রামনবমীতে ইজরায়েলের পতাকা নিলে কী দোষ? ভারত সেই কবে থেকে ইজরায়েলের বন্ধু। ব্রিটিশ আমলে ভারত ওদের অস্ত্র দিয়ে সাহায্য করেছে। সেই বন্ধু দেশের পতাকা নেওয়া কী সমস্যা?” পাল্টা একের পর এক অভিযোগের জেরে এই তরজা থামেনি সেদিন। আর এবার সেই বিতর্কের প্রসঙ্গ টেনে থানায় অভিযোগ দায়ের করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।
আরও পড়ুনঃ টাকা দিলেই মিলবে সবুজ সাথীর সাইকেল! প্রধান শিক্ষকের বিরুদ্ধে কাটমানি নেওয়া অভিযোগ
কী বলছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম?
FIR প্রসঙ্গে এদিন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “অর্জুন সিং কোনও দেশকে পছন্দ করেন বলে রাম নবমী মিছিলে সেই দেশের পতাকা নিয়ে না নেমে নিজের বাড়ির ছাদে ওড়ালেও তো পারতেন। আজ উনি ইজরায়েলের পতাকা নিয়ে মিছিল করছেন, পরবর্তীতে অন্য দেশের পতাকা নিয়ে মিছিল করবেন। এতে ভারত বিশেষ করে বাংলার সংস্কৃতি নষ্ট হচ্ছে। অর্জুন সিং চাইছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে ধর্মীয় কারণে বিশৃঙ্খলা হোক। তাই আমি অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর করেছি।” পাল্টা অর্জুন সিং বলেন, “ইজরায়েল সনাতনী ভারতীয়দের বন্ধু। ওরা হিন্দু ভক্ত লোক, ওদের সমর্থন করব। পুলিশের সমস্যা হয়েছে, কারণ ওরা দলদাস। তোপ-বন্দুক হওয়ার আগে রাজপুত রাজারা ইজরায়েলকে রক্ষার জন্য তলোয়ারও ধরেছিলেন।’
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |