Indiahood-nabobarsho

৬ এয়ারব্যাগ, ২৭ কিমি মাইলেজ! ভারতে লঞ্চ হল Hyundai-র সবথেকে সস্তার CNG SUV

Published on:

Hyundai Exter EX CNG

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে যত দিন গড়াচ্ছে, তত CNG গাড়ির চাহিদা আকাশছোঁয়া হচ্ছে। পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী গাড়ির দিকে সবাই এখন পা বাড়াচ্ছেন। আর সেই বাজারেই নয়া চমক দিল Hyundai Motor India। এই সংস্থার তাদের জনপ্রিয় কম্প্যাক্ট SUV Exter-এর নতুন একটি সিএনজি ভ্যারিয়েন্ট ‘EX’ ভারতের বাজারে লঞ্চ করেছে। আর এই মডেলটি হায়ুন্ডাইয়ের সব থেকে সস্তা সিএনজি মডেল হিসেবেই ধরা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আসলে এই নতুন ভ্যারিয়েন্টে যুক্ত করা হয়েছে আধুনিক সব সুরক্ষা এবং ডিজিটাল ফিচার। আর দামও রাখা হয়েছে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। তো চলুন দেখে নেওয়া যাক, এই গাড়িটির সমস্ত ফিচার এবং সম্ভাব্য বাজার মূল্য সম্পর্কে। 

কাদের জন্য এই গাড়িটি সেরা?

Hyundai Exter EX CNG গাড়িটি মূলত তরুণ প্রজন্ম এবং প্রথমবার যারা গাড়ি কিনতে চান, তাদের জন্যই বাজারে আনা হয়েছে। পাশাপাশি যারা সাশ্রয়ী মূল্যে একটি সিএনজি গাড়ির খোঁজ করছেন, তাদের জন্যও হতে পারে সেরা বিকল্প। এই গাড়িটির যেমন স্টাইল রয়েছে, তেমনই গাড়িটি সুরক্ষা এবং সাশ্রয়ের দিক থেকেও প্রথম সারির দিকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নজর কাড়ার মত সব ফিচার

Hyundai Exter EX CNG গাড়িটিতে যুক্ত করা হয়েছে এমন কিছু ফিচার, যা সত্যিই চমক দেবে। প্রথমত গাড়িতে থাকছে ছয়টি এয়ারব্যাগ। তবে জানিয়ে রাখি, সব ভ্যারিয়েন্টেই এই সুবিধা পাওয়া যাবে। দ্বিতীয়ত থাকছে 4.2 ইঞ্চির একটি কালার ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। তৃতীয়ত রয়েছে H আকারের LED টেল ল্যাম্প। এছাড়া রয়েছে ড্রাইভিং সিটের উচ্চতা নিজে থেকেই এডজাস্ট করার মত সব সুবিধা। চাবি ছাড়াই দরজা খোলার সুবিধা এবং সেন্ট্রাল লুকিং সিস্টেমও যুক্ত রয়েছে গাড়িটিতে। আর এই সমস্ত ফিচার যুক্ত করে গাড়িটাকে সাধারণের মধ্যে অ্যাক্সেসিবল ও স্মার্ট করে তোলা হয়েছে।

ইঞ্জিন এবং পারফরম্যান্স

Hyundai Exter EX CNG গাড়িটিতে থাকছে 1.2 লিটার Bi-Fuel ইঞ্জিন, যেটি পেট্রোল এবং সিএনজি উভয় ভ্যারিয়েন্টেই চলবে। গাড়িটি সর্বোচ্চ 69 PS পাওয়ার এবং 95.2 Nm টর্ক উৎপন্ন করতে পারে। পাশাপাশি থাকছে 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ারবক্স। মাইলেজ নিয়ে যদি কথা বলি, তাহলে গাড়িটি প্রতি কেজি সিএনজিতে 27.1 কিলোমিটার মাইলেজ দেয়, যা সত্যিই নজরকারা। আর এই পরিসংখ্যান অনুযায়ী মাইলেজের দিক থেকে বাজারের অন্যতম সিএনজি এই SUV।

আরও পড়ুনঃ বদলানো হবে পুরনো SIM, ১২০ কোটি মোবাইল ব্যবহারকারীকে সতর্কতা

বাজেটের মধ্যে সেরা সিএনজি

এই SUV গাড়িটি ভারতের বাজারে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Tata Punch CNG এর মত গাড়ির সঙ্গে। পরিবেশবান্ধব এবং পকেটবান্ধব গাড়ির দিকে মানুষের ঝোঁক এখন দিনের পর দিন বেড়েই চলেছে। আর ঠিক সঠিক সময়েই Exter EX CNG গাড়িটি লঞ্চ করে বাজারে আলোড়ন সৃষ্টি করে Hyundai। তাই যারা স্মার্ট, ডিজাইন, প্রিমিয়াম ফিচার আর সেরা মাইলেজের গাড়ি খুঁজছেন, তারা চোখ বন্ধ করে এই গাড়িটিকে বেছে নিতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group