Indiahood-nabobarsho

খেলা ছেড়ে রাজনীতির আঙিনায়! বিজেপিতে যোগ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন প্লেয়ার

Published on:

kedar jadhav

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ কেদার যাদব (Kedar Jadhav) এবার রাজনীতির অঙ্গনে। হ্যাঁ, মাঠে তার সাহসী ইনিংস যেমন একসময় ভক্তদের মন জয় করেছে, আর এবার তিনি দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়াঙ্কুলের উপস্থিতিতে কেদার যাদব স্বইচ্ছায় ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দেন। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ক্রিকেটকে বিদায় দিয়ে রাজনীতিতে শুভ সূচনা

গত ২০২৪ সালের জুন মাসে কেদার যাদব সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। যদিও ভারতের হয়ে তিনি শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ২০২০ সালে। এরপর থেকেই তিনি ধীরে ধীরে রাজনীতির প্রতি আগ্রহ দেখান। শেষমেশ তিনি বিজেপির একজন সদস্য হিসাবেই আত্মপ্রকাশ করলেন। 

কেদার যাদবের মোট সম্পত্তির পরিমাণ

মাঠের বাইরেও কেদার যাদব নিজের ব্যক্তিগত জীবনকে সুন্দরভাবে সাজিয়েছেন। বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকারও বেশি। আর এই বিপুল সম্পত্তির মূল উৎস ভারতীয় দলে খেলার ম্যাচ ফি, আইপিএল এবং বিজ্ঞাপন। এছাড়া তার ব্যক্তিগত ব্যবসাও রয়েছে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আইপিএল থেকে তিনি কত টাকা আয় করেছেন?

তার ক্যারিয়ারের অন্যতম লাভজনক অধ্যায় আইপিএল। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি খেলার সময় বেশি আয় করেছিলেন। তিনটি মরসুম মিলিয়ে কেদার যাদব ৭.৮ কোটি টাকা বেতন পেয়েছিলেন এমনটাই খবর। এছাড়াও তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলসের মত দলের সদস্য ছিলেন।

গাড়ির প্রতি কেদার যাদবের ভালোবাসা

শুধুমাত্র খেলা বা রাজনৈতিক অঙ্গনেই নয়। গাড়ির প্রতিও তার ভালোবাসা রয়েছে অপরিসীম। যারা কেদার যাদবের সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত অনুসরণ করেন, তারা ঠিকই বলতে পারবে যে তার একটি স্টাইলিশ BMW X4 কনভার্টিবল গাড়ি রয়েছে, যার ভারতীয় বাজার মূল্য প্রায় ৮৪ লক্ষ টাকা। 

আরও পড়ুনঃ রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা! অর্জুনের বিরুদ্ধে FIR সোমনাথের

কেদার যাদবের বাড়ির ঝলক

কয়েক বছর আগে কেদার যাদবের পুনের কোথরুডে অবস্থিত বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। এই চারতলা বাড়িতে রয়েছে আধুনিক সব সুবিধা। তার বাড়ির একটি দেওয়ালে একজন ভক্তের উপহার দেওয়া একটি স্কেস ঝোলানো রয়েছে, এমনটাই দেখা যায়। তবে খেলার মাঠে দেশের প্রতিনিধিত্ব করার পর এবার রাজনীতির অঙ্গনে তার যাত্রা কতটা সফল হয়, সেটাই এখন দেখার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group