সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহক? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। কারণ ২০২৫ সালের ১লা ফেব্রুয়ারি থেকে ভারতীয় স্টেট ব্যাংক তাদের এটিএম (SBI ATM) লেনদেনে বড়সড় কিছু পরিবর্তনের এনেছে। আর এই নতুন নিয়মে বদলেছে ফ্রী ট্রানজাকশনের লিমিট, অতিরিক্ত চার্জ এবং বিভিন্ন ধরনের লেনদেনের নিয়ম। চলুন একনজরে দেখে নেওয়া যাক কী কী পরিবর্তন আসছে, এই পরিবর্তনের ফলে কারা প্রভাবিত হবেন এবং কত টাকা অতিরিক্ত চার্জ গুনতে হবে।
নতুন নিয়মে ফ্রি এটিএম লেনদেন
আগে শহর বা গ্রামাঞ্চলের জন্য এটিএম পরিষেবায় ভিন্ন ভিন্ন লেনদেনের নিয়ম ছিল। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী লোকেশন বা ব্যালেন্স যাই হোক না কেন, এখন সব সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা পাবেন এসবিআই এটিএম থেকে মাসে ৫টি ফ্রি পরিষেবা এবং অন্যান্য ব্যাংকের এটিএম থেকে মাসে ১০টি ফ্রি পরিষেবা। যারা প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা বা ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা মত ব্যালেন্স রাখেন, তাদের জন্য অন্যান্য ব্যাংকের এটিএমে ৫টি ফ্রি ট্রানজাকশন করা যাবে। শুধু এখানেই শেষ নয়। যারা ১ লক্ষ টাকার বেশি ব্যালেন্স রাখেন বা লেনদেন করেন, তারা আগের মতই সীমাহীন লেনদেন উপভোগ করতে পারবেন যেকোনো মাসে।
অতিরিক্ত লেনদেনে কত টাকা কাটবে?
নতুন নিয়ম বলছে, আপনি যদি মাসিক ফ্রি লিমিট ছাড়িয়ে যান, তাহলে এসবিআই এটিএম থেকে প্রতিটি ট্রানজেকশনে ১৫ টাকা ও সাথে জিএসটি কাটবে এবং অন্যান্য ব্যাংকের এটিএমে লেনদেনের ক্ষেত্রে প্রতিটি ট্রানজেকশনে ২১ টাকা ও সাথে জিএসটি কাটবে।
নন-ফাইন্যান্সিয়াল লেনদেনেও চার্জ
এখন ব্যালেন্স এনকোয়ারি বা মিনি স্টেটমেন্ট, এই সমস্ত পরিষেবাগুলির জন্য এসবিআই এটিএম ফ্রিতে পরিষেবা দেয়। কিন্তু যদি আপনি এই কাজগুলি অন্যান্য ব্যাংকের এটিএম থেকে করেন, তাহলে লেনদেন প্রতি ১০ টাকা এবং জিএসটি গুনতে হবে। তবে মনে রাখবেন, ট্রাস্ট দান বা অন্যান্য নন ক্যাশ ট্রানজেকশন এসবিআই এটিএমে একদমই ফ্রি। কিন্তু এই পরিষেবা অন্যান্য ব্যাংকের এটিএমে পাওয়া যাবে না।
পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে কী হবে?
যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে এবং এটিএম ট্রানজেকশন ব্যর্থ হয়, তাহলে আগের মতই ২০ টাকা এবং সাথে জিএসটি কেটে নেওয়া হবে। এই নিয়মে কোনরকম পরিবর্তন আনা হয়নি।
মে মাস থেকে বাড়ছে আরো চার্জ
রিজার্ভ ব্যাংকের নয়া নির্দেশিকা অনুযায়ী, ২০২৫ সালের ১লা মে থেকে অতিরিক্ত লেনদেনের চার্জ ২১ টাকা থেকে বাড়িয়ে এবার ২৩ টাকা করা হচ্ছে। অর্থাৎ, যদি আপনি মাসিক ফ্রি লিমিটের বাইরে গিয়ে অন্যান্য ব্যাংকের এটিএম ব্যবহার করেন, তাহলে ২৩ টাকা এবং সাথে জিএসটি গুনতে হবে প্রতি ট্রানজেকশনে।
আরও পড়ুনঃ টানা ৫ দিনের পতন কাটিয়ে ফের চড়ল সোনার দর, রুপো দিচ্ছে সুখবর! আজকের রেট
ডিজিটাল লেনদেনকে উৎসাহ দিতে এবং সিস্টেমকে সহজ করতেই হয়তো ভারতীয় স্টেট ব্যাংক এই নতুন নিয়ম চালু করেছে। তাই গ্রাহকদের এখন থেকেই সাবধান হওয়া উচিত, যাতে মাসিক লেনদেনের হিসাব রাখা যায় এবং যতটা সম্ভব ডিজিটাল লেনদেনকে বেছে নেওয়া যায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |