বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ মরসুমে হয়নি, তবে পরের মরসুমে একেবারে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। তাই সুপার কাপের আগে দলের শক্তি বাড়াতে চলছে দক্ষ ফুটবলারদের খোঁজ। সূত্রের খবর, দেশের মাটি ছাড়িয়ে একেবারে বিদেশি ফুটবল ক্লাব গুলিতে ঢু মারছে লাল হলুদ। খোঁজ নিয়ে জানা গেল, বাংলাদেশের বসুন্ধরা কিংস ক্লাবের হয়ে খেলা বিদেশি ফুটবলারে চোখ পড়েছে মশাল বাহিনীর।
কাকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল?
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, বহু আগে থেকেই বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলা সেন্ট্রাল মিডফিল্ডার মিগুয়েল ফেরেইয়াকে সই করাতে চাইছে অস্কার ব্রুজোর দল। সূত্র বলছে, 24 বছর বয়সি এই তারকাকে দলে টানতে একাধিক পরিকল্পনা সেরে ফেলেছে লাল হলুদ।
জানা গিয়েছে, খুব শীঘ্রই বাংলাদেশের ওই ক্লাব ছাড়তে চলেছেন তিনি। আর এই খবর পেতেই মিগুয়েলকে দলে নিতে একেবারে প্রাণপণ চেষ্টা করছে ইস্টবেঙ্গল। বেশ কিছু সংবাদ প্রতিবেদন অনুযায়ী, বসুন্ধরা ক্লাবের প্রাক্তন কোচ অস্কার। মনে করা হচ্ছে, এবার তাঁর হাত ধরেই মশাল বাহিনীতে ভিড়তে পারেন এই তরুণ মিডফিল্ডার।
তালালের বিকল্প হিসেবেই কি দলে ভিড়বেন ব্রাজিলিয়ান তারকা?
গোটা ISL মরসুমে দলের ছেলেদের চোট যন্ত্রণা নিয়ে একেবারে লেজে গোবরে অবস্থা হয়েছিল ইস্টবেঙ্গলের। তা সত্ত্বেও মাঝ পর্বের বেশ কিছু ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল লাল হলুদ। তবে ভাঙা দল নিয়ে আর কত? তার ওপর চোট নিয়ে গোটা মরসুম থেকে ছিটকে গিয়েছেন লাল হলুদের অন্যতম ভরসা মাদিহ তালাল।
কবে দলে ফিরবেন তার কোনও সদুত্তর আপাতত নেই! বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ মনে করছেন, তলালের শূন্যস্থান ভরাট করতেই 24 বছর বয়সি ব্রাজিলিয়ান তারকা মিগুয়েলকে কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, তালাল সুস্থ হয়ে উঠলে একেবারে দু’জনকেই মাঠে নামিয়ে শক্তি দেখাবে লাল হলুদ।
অবশ্যই পড়ুন: ফের সুদের হার কমাল RBI, গাড়ি-বাড়ির ঋণে মোটা ছাড় পাবেন গ্রাহকরা
মিগুয়েলের জাত চেনেন অস্কার
বাংলাদেশের বসুন্ধরা ফুটবল ক্লাবের হয়ে খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েলকে দীর্ঘদিন কোচিং করিয়েছেন অস্কার। কাজেই তাঁর ফুটবলের ধরন ও অভ্যাস ভাল ভাবেই রপ্ত করেছেন লাল হলুদ কোচ। ফলত বলাই যায়, বাংলাদেশ লিগের 48 ম্যাচে 32 গোল ও 26টি অ্যাসিস্ট গোল করা তারকাকে সবুজ মেরুনে ভেড়াতে পারলে তাঁকে একেবারে নিজের মন মতো গুছিয়ে নেবেন স্প্যানিশ কোচ ব্রুজো।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |