Indiahood-nabobarsho

দিল্লি থেকেই নিকেশ করা যাবে শত্রুদের! চিন, পাকিস্তানের জম ‘ঘাতক’ তৈরি করছে ভারত

Published on:

Indian Air Force to develops Ghatak UCAV to punish China and Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখের কথায় কাজ হয়নি, তাই সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পাক জঙ্গি ঘাঁটি গুলিকে গুঁড়িয়ে দিয়েছে ভারত (Indian Air Force)! তবে তাতে লাভ হয়েছে কি? সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তান ফের বেঁকে বসেছে! ভারতের বিরুদ্ধে চলছে নানান কুচুটে বুদ্ধি! শক্ত পরিকল্পনা বানিয়ে ভারতের অভ্যন্তরে ঢোকার আমরণ চেষ্টা করছে পাক জঙ্গিরা!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এমতাবস্থায়, মোক্ষম দাওয়াই হিসেবে সুপারসনিক আনম্যানড কমব্যাট এরিয়াল ভেহিক্যাল ‘ঘাতক’ তৈরি করতে চলছে দিল্লি। সূত্র যা বলছে, এই উচ্চ ক্ষমতা সম্পন্ন ঘাতকই বেছে বেছে পাক জঙ্গি ঘাঁটি গুলিকে চরম আদরে ধ্বংস করবে। মূলত, চালকহীন এই উচ্চশক্তির ক্ষেপণাস্ত্রের টার্গেটে থাকবে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি।

ঘাতকের ক্ষমতা

ভারতীয় বায়ুসেনার নতুন ব্রহ্মাস্ত্র ঘাতকের ক্ষমতা সম্পর্কে জানলে ভিমড়ি খাবেন অনেকেই। বলে রাখি, ভারতের সুপারসনিক আনম্যানড কমব্যাট এরিয়াল ভেহিক্যালটি মূলত মানববিহীন। হ্যাঁ, চালক ছাড়াই আকাশে ওড়ার ক্ষমতা হল এর প্রথম ও প্রধান বৈশিষ্ট্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এছাড়াও, ভারতীয় বায়ুসেনার ঘাতক তার শরীরের মধ্যে কমপক্ষে 4 টন বিস্ফোরক নিয়ে আকাশে উড়তে পারবে। শব্দের কয়েকগুণ দ্রুত এই সুপারসনিক ঘাতকে ব্যবহার করা হচ্ছে স্টেল্থ টেকনোলজি। জানা যাচ্ছে এই নয়া প্রযুক্তির দৌলতে, শত্রুর নজর এড়িয়ে গোপন ঘাঁটিতে আঘাত হানতে পারবে ঘাতক।

বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, বায়ুসেনার ঘাতক UCAV-র ওজন প্রায় 13 টন। তবে এখানেই শেষ নয়, এই ওজনের পরও আরও 4 টন বিস্ফোরক নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পারবে এই শক্তিশালী ব্রহ্মাস্ত্র। বলে রাখি, মূলত মানববিহীন ঘাতক তৈরি করে সাম্প্রতিক প্রযুক্তিকে চ্যালেঞ্জ করতে চলেছে ভারত।

উন্নত বিশ্বে যেভাবে, মানববিহীন ঘাতক ড্রোন তৈরি করে যুদ্ধের প্রস্তুতি চলছে, কার্যত তা থেকে শিক্ষা নিয়েই ভারতীয় বায়ুসেনা চাইছে আগামী দিনে আরও উন্নত প্রযুক্তির ড্রোন মিসাইল তৈরি করে শত্রুদের কোনঠাসা করতে।

DRDO-র হাতে ঘাতকের দায়িত্ব

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার নতুন অস্ত্র ঘাতক UCAV তৈরি করতে পারে দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO। সূত্রের খবর, শত্রুর ঘাঁটিতে নজরদারি ও হামলা চালানোর জন্য তৈরি করা হবে এই ঘাতক UCAV। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, মাটির ওপর থেকে ওড়ার কারণে রেডারে ধরা পড়বে না এই শক্তিশালী ঘাতক। সূত্রের খবর, 46 থেকে 49 কিলো নট ক্ষমতা সম্পন্ন কাবেরি ইঞ্জিনে পূর্ণরূপ পাবে এই ঘাতক। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, পাকিস্তান ও চিনের মতো শত্রুদের নিশানা করতেই তৈরি হচ্ছে এই নতুন অস্ত্র।

অবশ্যই পড়ুন: মোহনবাগান ISL জিততে পারলেই কলকাতায় আসবেন মেসি? রয়েছে বড় উপহারও

প্রসঙ্গত, খোঁজ নিয়ে জানা গেল, চিনের গতিবিধির উপর নজর রাখতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ও পাকিস্তানের ওপর নজর রাখতে লাইন অফ কন্ট্রোলে ঘাতক মোতায়েন করতে পারে বায়ুসেনা। সর্বশেষ তথ্য অনুযায়ী, কমপক্ষে 1000-1500 কিলোমিটার পর্যন্ত উড়ে মাঝ আকাশে খেল দেখাতে পারবে ঘাতক। মনে করা হচ্ছে, রাজধানী দিল্লিতে বসেই চিন ও পাকিস্তানের মতো শত্রুদের দাঁতভাঙা জবাব দেবে ভারতের নতুন প্রজন্মের এই রক্ষাকবচ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group