সহেলি সাঁতরা, কলকাতাঃ এপার বাংলা হোক কিংবা ওপার বাংলা, ইলিশ (Ilish) মাছ নিয়ে মাছপ্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ নেই। এমনিতেই ভারত থেকে শুরু করে বাংলাদেশের বাজারে খোকা ইলিশের বিক্রি শুরু হয়েছে। তবে সেই স্বাদ যেন নেই বলে দাবি করছেন মাছপ্রেমীরা। কিন্তু এসবের মাঝেই প্রকাশ্যে এল আরও চাঞ্চল্যকর তথ্য। জানলে অবাক হবেন, বাংলাদেশে বিগত ৭ বছরের মধ্যে এই প্রথমবার ইলিশ মাছের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।
ইলিশ মাছের ব্যাপক ঘাটতি
ইলিশ মাছের এহেন ঘাটতি নিয়ে চিন্তায় পড়েছে ভারত ও বাংলাদেশ। বাংলাদেশ সরকারের মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে দেশে ইলিশের উৎপাদন সাত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এরকম পরিস্থিতি কেন? এই বিষয়ে মৎস্য থেকে শুরু করে জলবায়ু বিশেষজ্ঞরা শোরগোল ফেলে দেওয়ার মতো তথ্য দিয়েছেন। তাঁরা এই হ্রাসের জন্য অনিয়মিত আবহাওয়া, অতিরিক্ত মাছ ধরা, নাব্যতা সংক্রান্ত সমস্যা এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবকে দায়ী করেছেন।
প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
বরিশাল বিভাগীয় মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, ইলিশের উৎপাদন ৫.২৯ লক্ষ টন হয়েছে যা আগের বছরের তুলনায় প্রায় ৪২,০০০ টন কম। সাম্প্রতিক বছরগুলিতে, ইলিশের উৎপাদন ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে: ২০২২-২৩ সালে ৫.৭১ লক্ষ টন, ২০২১-২২ সালে ৫.৬৬ লক্ষ টন, ২০২০-২১ সালে ৫.৬৫ লক্ষ টন, ২০১৯-২০ সালে ৫.৫০ লক্ষ টন এবং ২০১৮-১৯ সালে ৫.৩২ লক্ষ টন।চাঁদপুরে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী স্টেশনের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আবু কাওসার দিদার বলেন, গত বছর প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক জেলে সমুদ্র বা নদীতে যেতে পারেননি, যার ফলে সামগ্রিকভাবে মাছ ধরা কমে গেছে।
আরও পড়ুনঃ মহিলারা পাবেন ২৫০০ টাকা, তবে করতে হবে এই ছোট্ট কাজ! জানাল সরকার
২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। এরপর মসনদে বসেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। এদিকে ক্ষমতা হাত বদলের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যেকার পরিস্থিতি ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। যার প্রভাব পড়েছে ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রেও। বাংলাদেশের তরফে তো জানিয়েই দেওয়া হয়েছে, আগে দেশের মানুষ ইলিশ পাবেন তারপর ভারতে মাছ পাঠানো হবে। এদিকে এসবের মাঝেই আবার বাংলাদেশে গত ৭ বছরে সর্বনিম্ন মাছের উৎপাদনশীলতা এসে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ২০২৫ সালে পদ্মাপারের ইলিশ পাতে তুলতে পারবেন তো মাছপ্রেমী বাঙালি? এই প্রশ্নের উত্তর হয়তো সময়েই দেবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |