Indiahood-nabobarsho

IPL-র মাঝেই নতুন প্লেয়ার কিনল KKR

Updated on:

abhishek dalhor kkr

বিক্রম ব্যানার্জী, কলকাতা: খেলতেন গালি ক্রিকেট। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে খেলা তারকাকে দলে টানল KKR। হ্যাঁ, এ যেন একেবারে দেশের অলিগলি থেকে রাজপথে উঠে আসার গল্প। সূত্রের খবর, মূলত নেট বোলার হিসেবে অভিষেক কুমার দালোরকে সুযোগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

খেলতেন মুম্বইয়ের হয়ে

খোঁজ নিয়ে জানা গেল, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে অমিতাভ বচ্চনের মালিকানাধীন দল মাঝি মুম্বইয়ের হয়ে খেলতেন অভিষেক। তবে ক্রিকেটে হাতেখড়ি মূলত হরিয়ানার অলিগলিতে। জানা গেল, অভিষেকই একমাত্র খেলোয়াড় যিনি ISPL-এ সবচেয়ে বেশি দাম পেয়েছেন।

বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, ISPL-র একেবারে প্রথম মরসুমে বল ও ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন অভিষেক। মাঝি মুম্বই দলের হয়ে 33টি উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন 324 রান। এছাড়াও নিজের জাত চিনিয়ে গোটা টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়ে উঠেছেন অভিষেক দালোর। বলে রাখি, অভিষেকের অংশগ্রহণেই শিরোপা জিতেছিল বচ্চনের মুম্বই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

KKR শিবিরে অভিষেকের দায়িত্ব

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ থেকে সোজা উঠে এসেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ঘরে। তবে, IPL-র প্রধান মঞ্চে নয়, বরং নাইটদের অনুশীলন মঞ্চে বোলিং দাপট দেখাবেন অভিষেক। হ্যাঁ, তাঁকে নেট বলার হিসেবেই দলে টেনেছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট।

নাইট শিবিরে দায়িত্ব পেতেই এসেছে শুভেচ্ছা বার্তা

আম্বালার ভূমিপুত্র অভিষেক দায়িত্ব পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তাবড় তাবড় ব্যাটসম্যানদের বল করার। নাইট শিবিরে ভারতীয় তরুণের সেই দায়িত্ব গ্রহণের পরই তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনেকে। শুভেচ্ছা জানিয়েছেন নাইট শিবিরের বহু তারকা। সূত্রের খবর, ইতিমধ্যেই KKR পেসার বৈভব অরোরার তরফেও শুভেচ্ছা বার্তা পেয়েছেন অভিষেক। তাছাড়াও, নেট মাধ্যমে তাঁকে নিয়ে বয়ে যাচ্ছে প্রশংসার ঝড়।

টেনিস থেকেই উত্থান

আম্বালার গর্ব অভিষেক দালোরের ক্রিকেট জীবনে পদার্পণ কিন্তু টেনিসের হাত ধরে। হিসেবটা মেলাতে পারছেন না? আসলে, টেনিস বল খেলেই ক্রিকেট জগতে প্রবেশ করেছিলেন অভিষেক। হরিয়ানার অলিগলিতে ক্রিকেট খেলতে খেলতেই দেশজুড়ে টেনিস বলের টুর্নামেন্টে অংশ নিতেন তিনি। আর এরপরই সুযোগ আসে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে। ধীরে ধীরে নিজের দক্ষতা প্রমাণ করে ক্রমশ পরিচিত মুখ হয়ে ওঠেন দালোর। বর্তমানে তিনি নাইট শিবিরের সদস্য।

অবশ্যই পড়ুন: ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট, বাদ পাকিস্তান-বাংলাদেশ! জায়গা হবে ভারতের?

বলা বাহুল্য, অভিষেকের এমন যাত্রার কথা শুনে অনেকেরই মনে পড়ে যাচ্ছে KKR তারকা তথা ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীর কথা। তিনিও একদা এক সময়ে আম্বালার অভিষেকের মতোই নেট বোলার হিসেবে নাইট শিবিরে এসেছিলেন। আজ তাঁর খ্যাতি বিশ্বজোড়া।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group