Indiahood-nabobarsho

২-৩ দিন নয়, একটানা মিলবে ৯ দিনের ছুটি! দেখে নিন নবান্নর ভ্যাকেশন লিস্ট

Published on:

WB Government Employees

প্রীতি পোদ্দার, কলকাতা: এপ্রিল মাস পড়তেই একাধিক ছুটির তালিকায় নিয়ে এসেছে সরকার। বাংলা নববর্ষ থেকে শুরু করে একের পর এক উৎসব রয়েছে এই সময়। আর এই গোটা মাস জুড়ে, রয়েছে একাধিক ছুটির দিন। যার ফলে স্কুল, কলেজ, ব্যাঙ্ক এবং অফিসও ছুটি থাকবে। আসলে প্রতিদিনের কাজের ব্যস্ততায় ছুটি প্রায় মেলে না। শনি ও রবি ছাড়া হাতে গোনা কয়েকটি থাকে ছুটির দিন। যার ফলে দূরে কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয় না। তবে এবার সরকারি কর্মীরা (WB Government Employees) ১ দিন অথবা ২ দিন নয়, টানা ৯ দিনের ছুটি নিতে পারবে। হাত খুলে সেই সুযোগ দিচ্ছে সরকারও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

টানা ৯ দিন ছুটি সরকারি কর্মীদের

আগামী সপ্তাহে রাজ্য সরকারি অফিসগুলিতে মোট তিনদিন ছুটি রয়েছে। আগামী সোমবার ড. বি আর আম্বেদকরের জন্মদিন ও মঙ্গলবার বাংলা নববর্ষের কারণে ছুটি থাকছে। এবং ওই সপ্তাহেই শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষ্যে ছুটি থাকছে। মাঝে শুধু বাকি থাকছে বুধ ও বৃহস্পতিবার। আর ওই দুইদিন ছুটি নিলে সোম থেকে শনি-রবিবার মিলিয়ে মোট নয় দিন টানা ছুটি পেতে পারে সরকারি কর্মীরা। কিন্তু সরকারি কর্মীদের ছুটির নিয়ম অনুযায়ী টানা ছ’দিনের বেশি ছুটি হয়ে গেলে ক্যাজুয়াল লিভ অর্থাৎ CL নেওয়া যায়না। সেক্ষেত্রে আর্নড লিভ বা EL নিতে হবে সরকারি কর্মীদের।

ছুটির আবেদন করা যাবে অনলাইনে

সেক্ষেত্রে কোনো কর্মী যদি সিএল নেয় তাহলে ছুটির জন্য আগাম আবেদন করার প্রয়োজন পড়ে না। কাজে যোগ দেওয়ার পরেও আবেদন করা যায়। কিন্তু ইএল-এর ক্ষেত্রে আগাম আবেদন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। বর্তমানে সরকারি কর্মীদের ছুটির জন্য আবেদন অনলাইনে এইচআরএমএস পোর্টালের মাধ্যমে করতে হয়। এই বিষয়ে গত কয়েকদিন ধরে অফিসগুলিতে কর্মচারীদের মধ্যে এই আলোচনা হয়েই চলেছে। এমনকী সামাজিক মাধ্যমে সরকারি কর্মীদের বিভিন্ন গ্রুপে মাঝের দু’দিন কীভাবে ছুটি নেওয়া যায় তা নিয়ে রীতিমতো পরিকল্পনা চলছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ চাকরি বাতিলের আবহে নতুন সমস্যায় রাজ্য সরকার! পথে নামলেন পার্শ্বশিক্ষকরা

প্রসঙ্গত, চলতি মাসে গত ৬ এপ্রিল ছিল রাম নবমী। সরকারি মতে সেদিন ছুটি থাকে। কিন্তু ওইদিন রবিবার পড়ায় একটি ছুটি মার গেল। এরপর গতকাল অর্থাৎ ১০ এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষে সমস্ত সরকারি ক্ষেত্রগুলি ছুটি ছিল। এদিকে রাজ্যের সরকারী কর্মীদের ছুটি প্রসঙ্গে রা‌জ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, প্রত্যেকে প্রাপ্য ছুটি কবে নেবেন তা একজন সরকারি কর্মীর অধিকারের মধ্যে পড়ে। কিন্তু সেই অধিকার কেড়ে নেওয়া আমাদের হাতে নেই। তাই ছুটি বিধির কোনও পরিবর্তন করা হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group