প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ফের ধর্ষণের অভিযোগ উঠল। এক পাঁচ বছরের শিশুর ওপর যৌন নিগ্রহের অভিযোগ ৫২ বছরের প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা (Lalgola) এলাকায়। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এবং গতকাল বিকেল থেকে উত্তাল হয়ে উঠে এলাকা। উপরন্তু ঘটনাটি ধামাচাপা দিতে এগিয়ে আসে শাসকদলের এক নেতা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ!
অভিযুক্ত সেই প্রৌঢ় ওই এলাকারই বাসিন্দা। তাঁর বিরুদ্ধে পাঁচ বছরের মেয়েটির উপর এইরূপ নারকীয় অত্যাচারের গুরুতর অভিযোগ ওঠার পর সেখানকার স্থানীয় এক তৃণমূল নেতা গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য নির্যাতিতার পরিবারকে মীমাংসা করে নেওয়ার প্রস্তাব দেন। তার জন্য আবার সালিশি সভাও ডাকা হয়। কিন্তু এই খবর স্থানীয় মহলে ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় তীব্র প্রতিক্রিয়া। রীতিমত এলাকা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এবং নির্যাতিতা শিশুটির পরিবার সঙ্গে সঙ্গে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
শাস্তির দাবি স্থানীয়দের
এই ঘটনায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। তাঁদের দাবি এমন জঘন্যতম অপরাধের জন্য যেন দোষীকে দৃষ্টান্তমূলক এবং কঠোরতম শাস্তি দেওয়া হয়। যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটানোর আগে হাজারবার ভাবতে বাধ্য হয়। অন্যদিকে সালিশি সভা ডাকার প্রস্তাব যে তৃণমূল নেতা দিয়েছিল তাঁর বিরুদ্ধেও শাস্তির দাবি করা হয়েছে। এবং প্রশ্ন তোলেন, যাঁরা মীমাংসার কথা বলছেন, তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে এমন জঘন্য ঘটনা ঘটলে কি, তাঁরা মীমাংসার কথা ভাবতেন?
আরও পড়ুনঃ মুম্বই হামলার মূলচক্রীকে বাঁচাবেন দুঁদে আইনজীবী! ঠিক হয়ে গেল রানার রক্ষাকর্তা
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করার হয়েছে। এবং ঘটনাটি ঠিক কী ঘটেছে সম্পূর্ণ তথ্য নেওয়া হবে নির্যাতিতার পরিবারের তরফে। তবে এখনও পর্যন্ত ওই তৃণমূল নেতা এই বিষয়ে আর কোনো মন্তব্য করেনি। অন্যদিকে গত বুধবার রাতে বিশেষ চাহিদাসম্পন্ন এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হওয়া মাত্রই উত্তর কলকাতার থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ব্যক্তিকে।পুলিশ জানায়, দিনকয়েক আগে ওই ঘটনা ঘটলেও তরুণী বাড়িতে সে ভাবে কিছু জানাননি। কিন্তু তাঁর সঙ্গে খারাপ কিছু ঘটেছে সন্দেহ করে তরুণীকে নিয়ে থানায় যান তাঁর দিদি ও বাবা। সেখানে এক মহিলা পুলিশকর্মীকে সবটা জানায় তরুণী।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |