এক মিনিট দেরিতে ঢুকলেই ফাইন! কর্মীদের জন্য নয়া নিয়ম রাজ্য সরকারের

Published:

Updated:

Late Attendance Penalty
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনারও কি অফিসে লেট করে ঢোকার বদ অভ্যাস রয়েছে? তাহলে এবার থেকে আর ছাড় পাবেন না। হ্যাঁ, এবার এক মিনিট দেরি হলেও গুনতে হবে মোটা অংকের ফাইন (Late Attendance Penalty)। সম্প্রতি পাঞ্জাব সরকার এমনই এক কড়া সিদ্ধান্তের পথে হেঁটেছে। যার ফলে ইতিমধ্যেই রাজ্যের সরকারি কর্মীদের রাতের ঘুম উড়ে গিয়েছে। 

কী বলছে নতুন নিয়ম?

পাঞ্জাব সরকারের এই নতুন নিয়মে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি পরিবহন দপ্তরের কর্মীদের এবার থেকে সকাল নটার এক মিনিট আগেই হাজিরা দিতে হবে। পাশাপাশি অফিস ছাড়াও চলবে না ঠিক বিকেল পাঁচটার এক মিনিট আগে। ঠিক সময় অফিসে না আসতে পারলেই বেতন থেকে কাটা যাবে মোটর অংকের টাকা। 

শৃঙ্খলা বজায় রাখা সবথেকে জরুরি

পাঞ্জাব সরকার মনে করছে, সরকারি পরিষেবায় শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতা বজায় রাখা সবথেকে জরুরী। আর সেই লক্ষ্য পূরণ করতেই পরিবহন দপ্তরের কর্মীদের জন্য চালু করা হয়েছে এই বিরাট নিয়ম। ফলে এবার  সময়ের মধ্যে হাজিরা না দিলেই দুর্ভোগ পোহাতে হবে কর্মীদের। 

হাজিরা হবে M Seva অ্যাপে

নতুন এই নিয়মে সরকারি কর্মীরা আর কাগজে-কলমে হাজিরা দেবে না। এবার থেকে M Seva অ্যাপের মাধ্যমে তাঁদের হাজিরা ডিজিটালভাবে সংরক্ষণ করা থাকবে। হ্যাঁ, সকাল নটার এক মিনিট আগে যদি চেক ইন না করা হয়, তাহলে ধরে নেওয়া হবে সেই কর্মী দেরিতে অফিসে ঢুকছেন। একইভাবে বিকেল পাঁচটার এক মিনিট আগে যদি চেক আউট করে নেয়, তাহলেও ধরে নেওয়া হবে তিনি দায়িত্ব অবহেলা করছেন। আর এই দুই ক্ষেত্রেই বেতন কাটা হবে।

আরও পড়ুনঃ রেলে ৯৯৭০ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাসে সরকারি চাকরি

কাদের জন্য এই নিয়ম?

যদিও প্রাথমিকভাবে এই নির্দেশিকা পাঞ্জাবের পরিবহন দপ্তরের কর্মচারীদের জন্য প্রযোজ্য করা হয়েছে। তবে সূত্র বলছে, আগামী দিনে অন্যান্য বিভাগেও এই নিয়ম চালু করা হতে পারে। আর এর ফলে দায়িত্ব শৃঙ্খলা আনতে এবার থেকে ঘড়ির কাঁটায় বাঁধা পড়তেই হবে সরকারি কর্মীদের। সময় মত হাজিরা না পেলেই মাসের শেষে দেখা যাবে বেতনের অঙ্ক অনেকটাই কম। আশা করা যাচ্ছে ভারতের প্রতিটি রাজ্যে এই নিয়ম ধীরে ধীরে চালু করা হবে। এখন দেখার পরিস্থিতি কতদূর গড়ায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join