ওয়াকফ বাংলায় লাগু হবে না, তাহলে দাঙ্গা কেন? অশান্তির আগুন নিয়ে মুখ খুললেন মমতা

Published:

Murshidabad Violence
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ওয়াকফ আইন নিয়ে বাংলার একাধিক জায়গায় উত্তেজনা চরমে পৌঁছেছে। কোথাও কোথাও এই বিক্ষোভ, আন্দোলন হিংসাত্মক আকার নিয়েছে। যার সবচেয়ে বড় উদাহরণ হল মুর্শিদাবাদের (Murshidabad Violence) জঙ্গিপুর। সুতি, ধুলিয়ানে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে এবার শান্তিরক্ষার আবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর উদ্দেশে শান্তিরক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনাটি কী?

সূত্রের খবর, আজ, শনিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে সকল রাজ্যবাসীর উদ্দেশ্যে পোস্ট করে লিখেছেন যে, “সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান সুতরাং রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না।” এছাড়াও তিনি আরও বলেন, “দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। দাঙ্গা করে কোনো লাভ হবে না। ”

পোস্টে কী বার্তা দিলেন মমতা?

এদিনের পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দলের চক্রান্তের কথাও উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন এই আমার আবেদন।’এদিকে মুখ্যমন্ত্রী মমতার এই বার্তা প্রকাশ্যে আসার খানিক আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি জাভেদ শামিমও রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন যে কোনো গুজবে যেন কেউ কান না দেয়। এমনকি বিভিন্ন জায়গায় গুজবের কারখানা চলছে বলেও উল্লেখ করেন জাভেদ। এমনকি মুখ্যমন্ত্রীর মতোই পুলিশের শীর্ষকর্তারাও জানিয়েছেন, চিহ্নিত করে উস্কানিদাতাদের গ্রেফতার করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি সুকান্ত-র

অন্যদিকে দফায় দফায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তেজনা ছড়ানোয় তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, “ বাংলায় ওই বিতর্কিত বিলের খারাপ দিকগুলি প্রতিফলিত হবে না। আমরা বার বার বলছি বিজেপির কোনও এজেন্সি সোর্স মানি প্রয়োগ করে এটা করছে কি না সেটাও দেখা হচ্ছে। সিপিএম ও কংগ্রেস এটা করছে কি না সেটা ওই এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। আপনারা দোয়া করে শান্ত থাকুন।” এদিকে বঙ্গ বিজেপি শাসকদলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন । তিনি জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী যদি এই হিংসা বন্ধ করতে না পারে তাহলে গদি ছেড়ে দিন। রাষ্ট্রপতি শাসন দিয়ে আমরা মুর্শিদাবাদ সামলাব।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join