প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কিছুদিন আগে গত বৃহস্পতিবার, কেন্দ্রীয় সরকারের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে দিল্লিতে আনা হয়েছে ২৬/১১ হামলার মূলচক্রী তাহাউর রানাকে। কয়েকদিন আগে খারিজ হয় মার্কিন আদালতে তাঁর রিভিউ পিটিশন। তারপরেই আমেরিকার স্থানীয় সময় বুধবার বিমানে তোলা হয় এই কুখ্যাত জঙ্গি রানাকে।আমেরিকা থেকে ভারতের হাতে প্রত্যর্পণ করা হয়েছে তাকে। বিমানে করে দিল্লিতে নামার পরেই সন্ত্রাসবিরোধী আইনে রানাকে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। আর এই আবহে আরও এক সাফল্য অর্জন করল মোদী সরকার। এবার পালা পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির। ইতিমধ্যেই বেলজিয়ামে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
গ্রেফতারির জন্য আবেদন করে ভারত!
বহুদিন ধরে পলাতক ছিলেন মেহুল চোকসি (Mehul Choksi)। তাঁর বিরুদ্ধে ২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। যেহেতু তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তাই তদন্তকারী সংস্থাগুলি অর্থাৎ CBI এবং ED তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারেনি। দীর্ঘ দিন ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডায় ছিলেন মেহুল। এমনকি সেখানকার নাগরিকত্বও রয়েছে তাঁর। জানা গিয়েছে ২০২৩ সালে মেহুল চোকসির আবেদনে সবুজ সংকেত দিয়ে অ্যান্টিগা ও বারবুডায় বিচারবিভাগ জানিয়েছিল, তাঁকে ওই দেশ থেকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। যার ফলে তাঁকে ভারতে ফেরানো সম্ভব ছিল না। কিছু বছর পর অ্যান্টিগা ও বারবুডা থেকে বেলজিয়ামে চলে যান চোকসি। আর সেটাকেই টার্গেট করে কেন্দ্রীয় সরকার।
বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে চোকসিকে
জানা গিয়েছে মেহুল চোকসিকে ভারতে নিয়ে আসার জন্য বেলজিয়াম সরকারের সঙ্গে গত মাসেই সে বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। শেষমেষ সেই আলোচনায় বিরাট সাফল্য অর্জন করল মোদি সরকার। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোকসিকে অবশেষে বেলজিয়ামে গ্রেফতার করা হল। ভারতের অনুরোধেই বেলজিয়াম সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। জনপ্রিয় সংবাদ সংস্থা ইকনমিক টাইমস জানিয়েছে, ৬৫ বছরের পলাতককে গ্রেফতারির জন্য বেলজিয়ামে আবেদন জানিয়েছিল ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই। সেই অনুযায়ী শনিবার তাঁকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। যদিও তাঁর গ্রেপ্তারি নিয়ে এখনও ভারতের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুনঃ ১০০০ কিলোর বোমা বর্ষণ সুখোই থেকে, DRDO-র কীর্তিতে কেঁপে উঠল শত্রুরা
তবে শুধু CBI নয়, টাকা জালিয়াতির মামলায় সিবিআই ছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED ও তদন্ত করছিল মেহুল চোকসির বিরুদ্ধে। জানা গিয়েছে মুম্বই আদালত তাঁর বিরুদ্ধে দুইবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ২০১৮ সালের ২৩ মে-র পর আবার ২০২১ সালের ১৫ জুন চোকসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আর এই দুই পরোয়ানাতেই গ্রেফতার করা হয়েছে মেহুল চোকসিকে। তবে শীঘ্রই তিনি জামিনের জন্য আবেদন জানাবেন বলে বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে। শারীরিক অবস্থা এবং অন্যান্য কারণ দেখিয়ে বেলজিয়ামে জামিন চাইবেন চোকসি। অন্যদিকে আরেক অভিযুক্ত তাঁর ভাগ্নে নীরব মোদীও পিএনবি-কাণ্ডে সরাসরি যুক্ত। তিনি মেহুল চোকসির ভাগ্নে হয়। এইমুহুর্তে তিনি লন্ডনে আছেন বলে জানা গিয়েছে। তাঁকেও ভারতে ফেরানোর জন্য ব্রিটেন সরকারের সঙ্গে আইনি কথাবার্তা চলছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |