সহেলি মিত্র, কলকাতা: বর্তমান সময়ে এমন খুব মানুষই বাকি আছেন যার পিএফ (PF) অ্যাকাউন্ট নেই। সে সরকারি হোক কিংবা বেসরকারি সংস্থা, নিজেদের কর্মীদের কথা ভেবে এখন কোম্পানিগুলি পিএফ অ্যাকাউন্ট করিয়ে দিয়েছে। আপনারও কি পিএফ আছে? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। প্রতি মাসে আপনার বেতন থেকে EPF-এর টাকা কেটে নেওয়া হয়। EPFO প্রকল্পের অধীনে, প্রতিটি কর্মচারীর একটি EPF অ্যাকাউন্ট থাকে। যেখানে আপনার বেতন থেকে কিছু অংশ টাকা জমা হতে থাকে। যদিও কখনও কখনও আপনি চাকরি ছেড়ে যাওয়ার বা পরিবর্তনের কারণে অপবার পিএফ অ্যাকাউন্ট নম্বর ভুলে গিয়ে থাকেন, তবুও এটি নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। পিএফ নম্বর জানার অনেক উপায় আছে।
পিএফ নম্বর কীভাবে বের করবেন?
১) আপনি EPFO অফিসে গিয়ে আপনার PF নম্বর জানতে পারবেন । এখানে আপনি UAN নম্বরও জানতে পারবেন। এর জন্য আপনাকে পরিচয়পত্র এবং আবেদনপত্র জমা দিতে হবে।
২) আপনি যদি চাকরিজীবী হন, তাহলে আপনার অফিসের HR থেকে আপনার PF নম্বর পেতে পারেন।
৩) অনেক কোম্পানি স্যালারি স্লিপে পিএফ নম্বর লিখে রাখে। চাইলে সেখানেও দেখে নিতে পারেন।
EPFO পোর্টালে গিয়ে পরীক্ষা করুন
যদি আপনার UAN নম্বরটি জানা থাকে, তাহলে আপনি EPFO ওয়েবসাইটে গিয়েও এটি পরীক্ষা করতে পারেন।
আরও পড়ুনঃ পরিবারের একমাত্র কন্যা হলে ৫০০০ টাকা স্কলারশিপ দেবে সরকার, চালু নয়া প্রকল্প
প্যান কার্ড দিয়ে পিএফ নম্বর চেক করুন
১) পিএফ নম্বর জানতে, https://www.epfindia.gov.in/site_en/index.php পোর্টালটি দেখুন।
২) প্যান কার্ডের বিবরণ, নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড লিখুন ।
৩) অনুমোদিত পিন অপশনে ক্লিক করুন।
৪) তারপর ‘I Accepted’ অপশন-এ ক্লিক করুন এবং OTP জমা দিন।
৫) এবার Validate OTP এ ক্লিক করুন এবং UAN পান।
৬) আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে UAN পাবেন। এর মাধ্যমে, আপনি EPFO-তে লগ ইন করে আপনার PF নম্বর জানতে পারবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |