সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন গরমের দাপট বাড়ছে। আর গরমের ছুটিও যেন ঘনিয়ে আসছে। এর মধ্যেই অনেকে ভাবতে শুরু করেছেন, এই গরমের ছুটিতে কোথায় গেলে (Summer Destination) একটু মন হালকা হবে! শহরের অসহ্যকর পরিবেশ থেকে একটু নিরিবিলি পরিবেশের কোন দেশে হানিমুন বা ছুটি কাটানো যেন আজকের যুগে বিরাট পরিকল্পনা। কিন্তু বিদেশের পথে পা বাড়াতে গেলেই তো লাগবে ভিসার ঝামেলা, লম্বা লাইন, ডকুমেন্ট ভেরিফিকেশন আর কপালে হাজারো চিন্তা।
তবে না, আমরা আপনাকে একটুখানি স্বস্তির খবর দিচ্ছি। এই আর্টিকেলে আমরা এমন ৭টি দেশের কথা বলবো, যেখানে ভারতীয়রা ভিসা ছাড়াই একদম অনায়াসে গরমের ছুটি কাটাতে পারে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। তো চলুন জেনে নেওয়া যাক, সেই স্বপ্নের দেশগুলির কথা।
১) মালদ্বীপ
শুধু ভারত নয়, বিশ্বজুড়ে হানিমুন কাপলদের কাছে মালদ্বীপ যেন স্বপ্নের জায়গা। নীল সাগর, রিসোর্টের ঝুলন্ত কটেজ আর সূর্যাস্তের রোমান্স, সবকিছুর সাক্ষী এক ফ্রেমে থাকা যায়। ভিসা অন অ্যারাইভাল সুবিধার জন্য ভারতীয়রা এখানে ভিসা ছাড়াই থাকতে পারে ৩০ দিন পর্যন্ত। তাই গরমের ছুটি নিশ্চিন্তে কাটানোর জন্য মালদ্বীপের প্ল্যান করতেই পারেন।
২) থাইল্যান্ড
এই ভ্যাঁপসা গরমে ঘুরতে যাওয়ার জন্য থাইল্যান্ড সবসময়ই হট পছন্দ। ব্যাংককের বাজার থেকে শুরু করে ফুকেটের সমুদ্র সৈকত আর রাতের লাইফস্টাইল, সবই মিলবে এখানে। সম্প্রতি ভারতীয়দের জন্য ভিসা ফ্রি প্রবেশ অনুমোদন করা হয়েছে থাইল্যান্ডে, যেখানে আপনি ৩০ দিনের লম্বা ছুটি কাটাতে পারবেন।
৩) শ্রীলংকা
অনেকেই হয়তো জানেন না, ভারতের দক্ষিণ দিকের এই প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে ভারতীয়রা ভিসা ছাড়াই যেতে পারে। হ্যাঁ, এই দ্বীপরাষ্ট্রে পাহাড়, সমুদ্র, বনভূমি, বন্যপ্রাণী সবকিছুই একসাথে মিলবে। পাশাপাশি সৈকতপ্রেমীদের জন্য সেরা গন্তব্যস্থল এটি। তাই গরমের ছুটি কাটানোর পরিকল্পনা করতে শ্রীলংকা ট্রিপ করতে পারেন।
৪) মরিশাস
ভারত মহাসাগরের মাঝে একটি শান্তিপূর্ণ দ্বীপ। আগ্নেয়গিরির নিদর্শন থেকে শুরু করে লম্বা নারকেলবীথির সৈকত সবই রয়েছে এখানে। ভারতীয়দের জন্য এখানে ৬০ দিন পর্যন্ত ভিসা ফ্রি অনুমোদন করা হয়েছে। তাই নিশ্চিন্তে একবার মরিশাস ট্রিপ করতে পারেন।
৫) ভুটান
হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত এই রাষ্ট্র যেন সুখের দেশ হিসেবে পরিচিত। প্রাচীন গোম্ফা বলুন বা সবুজ উপত্যকা, সবই এখানকার প্রধান আকর্ষণ। ভারতীয় নাগরিকরা এখানে ১৪ দিন পর্যন্ত ভিসা ছাড়া ঘুরতে পারেন। তবে হ্যাঁ, শুধুমাত্র একটি পারমিট নিতে হয়।
৬) ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার বালি দ্বীপ আজও হানিমুনের জন্য সেরা ডেস্টিনেশন। পুরনো মন্দির, সাদা বালুর সৈকত আর অ্যাডভেঞ্চার স্পোর্টস, সবই রয়েছে এখানে। ভারতীয় পর্যটকরা এখানে ৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
৭) সিশেলস
আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রটি শহরের গ্যাঞ্জাম কাটিয়ে এক শান্তিপূর্ণ জায়গা। যারা নিরিবিলিতে প্রকৃতির মাঝে ছুটি কাটাতে চান, তাদের জন্য এটি হতে পারে সেরা ডেস্টিনেশন। এই দেশ ভারতীয়দের জন্য ভিসা ফ্রি এন্ট্রি অনুমোদন করে।
বিদেশে ঘুরতে গেলে ভিসার ব্যাপারটা সবথেকে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন আর সেরকম ভয়ের কিছু নেই। কারণ এই সাতটি দেশে আপনি পাসপোর্ট থাকলেই ভ্রমণ করতে পারবেন, তাও এই চাঁদিফাটা গরমের ছুটিতে। তাই ছুটি পড়ার আগেভাগেই প্ল্যান করে সেরে ফেলুন এবং আপনার স্বপ্নের ট্রিপ উপভোগ করুন।