বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ যেন কল্পবিজ্ঞানের বাস্তব রূপ! সিনেমার পর্দায় ঠাঁই পাওয়া কাল্পনিক অস্ত্র তৈরি করে ফেলল ভারত (DRDO)। সাধারণত বিদেশী সিনেমার যোদ্ধারা নিজস্ব অস্ত্র দিয়ে শত্রুদের যুদ্ধবিমান থেকে শুরু করে ড্রোন মিসাইল সবই নিমেষে গুঁড়িয়ে দেয়।
সুপারস্টারের সেই অস্ত্রে রয়েছে অফুরন্ত আলোক রশ্মি। আর সেই লেজার লাইট দিয়েই চোখের পলকে শত্রুর বিমান ও মিসাইল গুলিকে টুকরো টুকরো করে দেন তিনি। সম্প্রতি তেমন শক্তিঘর অস্ত্রই তৈরি করে ফেলেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO।
শত্রুর যুদ্ধ যান থেকে শুরু করে বিধ্বংসী মিসাইল, কিছুই টিকবে না এই লেজার অস্ত্রের সামনে। সূত্রের খবর, ইতিমধ্যেই অস্ত্রটির ট্রায়াল প্রক্রিয়া শেষ হয়েছে। এবং সেই কঠিন পরীক্ষায় সফল হয়েছে ভারতীয় লেজার ওয়েপন সিস্টেম।
শক্তিশালী লেজার ওয়েপন পেল ভারত
গতকাল অর্থাৎ রবিবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলে সদ্য নির্মিত 30 কিলোওয়াট ক্ষমতার লেজার অস্ত্রটির ট্রায়াল রান করায় ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিজ্ঞানীরা। সূত্রের খবর, ভারতীয় প্রতিরক্ষার অন্যতম শিরদাঁড়া হতে চলেছে এই অস্ত্র। যা দীর্ঘ প্রক্রিয়া শেষে সফল হয়েছে।
অবশ্যই পড়ুন: সুপার কাপের আগে শত্রুপক্ষকে গুঁড়িয়ে ছন্দে ফিরল ইস্টবেঙ্গল
লেজার অস্ত্রটির ক্ষমতা
DRDO জানিয়েছে, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি প্রথম লেজার অস্ত্র বলা ভাল, MK-II(A) DEW সিস্টেমটি তার রেঞ্জের মধ্যে থাকা দূরের ড্রোন মিসাইল ও আকাশ যুদ্ধযান গুলিকে প্রতিহত করার পাশাপাশি সেগুলিকে গুঁড়িয়ে মাটিতে নামিয়ে আনতে পারে। সূত্রের খবর, এই লেজার সিস্টেমটি 5 কিলোমিটারের মধ্যে থাকা যেকোনও হেলিকপ্টার বা স্বল্প শক্তির ফাইটার জেটকে নিমেষে ধ্বংস করতে পারবে। বিজ্ঞানীদের দাবি, ভারতের নতুন প্রজন্মের রক্ষক এই লেজার সিস্টেমটি স্থল ও জল দুই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |