Indiahood-nabobarsho

ISL জয়ের পর ফের ভারত সেরা হল মোহনবাগান

Published on:

Mohun Bagan Super Giant won the RFDL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলে স্বপ্নের সময় কাটাচ্ছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। সদ্য ISL জিতে ভারত সভায় সেরা আসন দখল করেছেন শুভাশিস বসুরা। প্রতিবেশী ইস্টবেঙ্গলের দুঃসময়ের মাঝে একেবারে সেরার সেরা হয়ে উঠেছে কলকাতা ময়দানের এই প্রধান।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এহেন আবহে ফের ভারত সেরার তকমা গায়ে মেখে নিল বাগান। এবার খেল দেখিয়েছে সবুজ মেরুনের ছোটরা। সোমবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও জয় নিশ্চিত করে সেরা হয়ে উঠল মোহনবাগান সুপার জায়েন্ট।

মাঠে দাপট দেখিয়ে জয় তুলেছে মোহনবাগান

সোমবার প্রতিপক্ষ ক্লাসিক ফুটবল অ্যাকাডেমিকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে সবুজ মেরুন। বাগানের সাফল্যের নেপথ্যে বড় অবদান রেখেছিলেন পাসাং তামাং। এদিন একেবারে ম্যাচের শুরু থেকে দাপটের সাথে মাঠে জায়গা ধরে রেখেছিল মোহনবাগান। বাগানের ছোটদের ম্যাচ দেখে বোঝাই যাচ্ছিল ম্যাচের ভবিষ্যত। আর সেটাই হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গতকাল প্রথম 8 মিনিটে গোল করে বাগানকে এগিয়ে দেন পাসাং। পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালো শট টেনে জালে বল জড়িয়ে দলের বাকিদের আত্মবিশ্বাস বাড়িয়ে ছিলেন তিনিই। এরপর বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকে ক্লাসিককে একের পর এক গোল খাইয়ে গেছে বাগানের জুনিয়ররা। শেষমেষ বাগানের একাধিপত্যেই উড়ে যায় প্রতিপক্ষ ক্লাসিক।

অবশ্যই পড়ুন: ভরা মেট্রোয় মহিলার সাথে নোংরামি! কুঁদঘাটে অভিযুক্তকে নামিয়ে উচিৎ শিক্ষা দিলেন যাত্রীরা

পাসাংয়ের গোলেই ফের জয় বাগানের

সোমবার ক্লাসিকের ছেলেদের বলে বলে গোল খাইয়েছেন পাসাং। শুরুর 45 মিনিটের পর দ্বিতীয়ার্ধেও ছন্দ ধরে রেখেছিল বাগান। এদিন ফের বাকি 45 মিমিটের প্রথমেই গোল করে বাগানের জয় নিশ্চিত করে দেন তামাং। সোমবার বাকি সময়ের ম্যাচে 10 মিনিটের মাথায় তৃতীয় গোল শানিয়ে বাগানকে ভারত সেরা করেছেন পাসাংই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group