বিক্রম ব্যানার্জী, কলকাত: আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতার মাঝে অটুট ভারত-রাশিয়ার (Russia) বন্ধুত্ব। আর সেই সূত্র ধরেই বন্ধু ভ্লাদিমির পুতিনের সাথে কূটনৈতিক বন্ধুত্বের 78 বছর পূর্ণ করল ভারত। আর সেই বন্ধুত্বের সৌজন্যতা থেকেই ভারতের দীর্ঘদিনের দাবিতে সমর্থন জানিয়েছে রাশিয়া। সূত্রের খবর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দিল্লিকে সদস্যপদ দেওয়ার দাবিই তুলে ধরেছে মস্কো।
ভারতের সাথে বন্ধুত্ব দৃঢ় হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে রাশিয়া
বিশ্ব রাজনীতিতে যেখানে আমেরিকা থেকে শুরু করে ইউরোপের দেশগুলি রাশিয়ার বিরোধিতা করে আসছে, সেই পর্বে দাঁড়িয়ে তৃতীয় কোনও শক্তিতে কান না দিয়ে মস্কোর সাথে সম্পর্ক অনড় রেখেছে ভারত। আমেরিকার নরমে-গরমে অবস্থানের পরও ভারতের সাথে সখ্যতা থেকে এক ফোঁটাও সরে দাঁড়ায়নি দিল্লি। বরং রাশিয়ার কাছে থেকে বিপুল ছাড়ে তেল কিনেছে কেন্দ্রে। আর সেই রাস্তা ধরেই দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক নাড়িয়ে দিয়েছে অনেককেই।
রাশিয়ার সাথে বিগত বছরগুলিতে সখ্যতা বজায় রাখার দৌলতে দীর্ঘ 78 বছরের কূটনৈতিক সম্পর্ক শক্ত হয়েছে দিল্লির। আর সেই সাফল্য উপক্ষ্যেই ভারতকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ নিশ্চিত করতে সমর্থন জানিয়েছে রাশিয়া। মস্কোর পাশাপাশি স্লোভাকিয়াও জাতিসংঘে দিল্লির সদস্য পদের জন্য সমর্থন জানিয়েছে।
ভারতের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে চায় রাশিয়া
ভারতের সাথে বিগত বছরগুলিতে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে রাশিয়া। আমেরিকা ও ইউরোপের দেশগুলির সাথে সম্পর্কের অবনতির মধ্যে ভারতের সাথে 78 বছরের কূটনৈতিক সম্পর্ক পূর্ণ করল মস্কো। আর এই বর্ষপূর্তির পরই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে পুতিনের সরকার। সেই সাথে প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে ভবিষ্যতে আগামীতে কোনও বড় চুক্তি হবে কিনা.. সে বিষয়েও বেশ খানিকটা ইঙ্গিত দিয়ে রেখেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
অবশ্যই পড়ুন: ১৪ বছর ধরে হাঁটেন খালি পায়ে, নিজের হাতে জুতো পরিয়ে দিলেন মোদি! কারণ অবাক করবে
প্রসঙ্গত, 1945 সালে গঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য সংখ্যা 15, তবে স্থায়ী সদস্য মাত্র 5। বলে রাখি, আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স ও ব্রিটেন ছাড়া আর কোনও দেশই জাতিসংঘের স্থায়ী সদস্য নয়। বাকি 10 জন অস্থায়ী সদস্য দেশ নির্বাচনের ভিত্তিতে 2 বছরের জন্য সদস্যপদ পান। তবে সবচেয়ে দুঃখের বিষয়, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হওয়া সত্ত্বেও জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পায়নি ভারত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |