বিক্রম ব্যানার্জী, কলকাতা: 128 বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট (Cricket Olympics)। সেই ঘোষণা বহু আগেই করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। তবে কোথায় আয়োজিত হবে টুর্নামেন্ট? সূত্রের খবর, অতীতে পিচ সম্পর্কিত সমস্যা গুলিকে মাথায় রেখে ইতিমধ্যেই অলিম্পিক্স ক্রিকেট টুর্নামেন্টের ভেন্যু প্রকাশ করেছে IOC। জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স আয়োজনের ক্ষেত্রে আমেরিকায় ক্রিকেট মাঠের সংখ্যা কম থাকায়, আগেভাগে 22 গজ চিহ্নিত করে ফেললেন আয়োজকরা।
কোথায় গড়াবে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স ক্রিকেট?
সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলস তথা আমেরিকায় ক্রিকেট মাঠের সংখ্যা কম থাকায়, তড়িঘড়ি সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পোমোনা ফেয়ারগ্রাউন্ডকে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হতে চলা অলিম্পিক্স ক্রিকেটের জন্য বেছে নিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিগত সময়ে আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল।
তবে সেবার পিচ নিয়ে বহু সমালোচনার মুখে পড়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। অভিযোগ উঠেছিল, কোনও রকম পরীক্ষা ছাড়াই আমেরিকার পিচগুলিতে ম্যাচ আয়োজন করা হচ্ছে। সেই সাথেই, কাঠগোড়ায় তোলা হয়েছিল অস্ট্রেলিয়ান কিউরেটরদের। সেবার পিচজনিত সমস্যার কারণে রান তুলতে একেবারে কাল ঘাম ছুটে গিয়েছিল ব্যাটসম্যানদেরও। ফলত, সেইসব সমস্যার কথা মাথায় রেখেই 2028 অলিম্পিক ক্রিকেটের আগে চটজলদি ক্রিকেট মাঠ বেছে নিয়েছে IOC।
দলে 15 জন ক্রিকেটার
চলতি মাসেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে, লস অ্যাঞ্জেলস অলিম্পিক ক্রিকেটে মূলত 90 জন করে মহিলা ও পুরুষ ক্রিকেটার অংশ নেবেন। দুই বিভাগেই মোট 6টি করে দল থাকবে। সেই সাথেই, প্রতি দলের সর্বোচ্চ ক্রিকেটারের সংখ্যা হবে 15 জন। কাজেই মহিলা ও পুরুষ উভয় ক্ষেত্রেই 6-6 12টি দল মিলিয়ে মোট 90 যোগ 90 অর্থাৎ 180 জন খেলোয়াড় থাকবেন।
অবশ্যই পড়ুন: প্রতিশোধ! KKR-কে হারিয়ে জয়ের রহস্য ফাঁস করলেন আইয়ার
প্রসঙ্গত, 2028 ক্রিকেট অলিম্পিক্সের 3 বছরেরও বেশি সময় আগে ক্রিকেট গ্রাউন্ড নিশ্চিত করায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ICC। এ প্রসঙ্গে আইসিসির চেয়ারম্যান জয় শাহ একটি বিবৃতিতে বলেন, আমরা লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের ভেন্যু চূড়ান্ত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। জানিয়ে রাখি, অলিম্পিক্স ক্রিকেটের ম্যাচ ভেন্যু প্রকাশিত হলেও প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সময়সূচী ক্রিকেট অলিম্পিক্স শুরু হওয়ার কয়েক মাস আগেই প্রকাশ্যে আনবে IOC।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |