Indiahood-nabobarsho

৫ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা, চাকরি পাওয়ার জন্য লাইন লাগাবে লোকে

Published on:

Business Idea

সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে একটি চাকরি খুঁজতে গেলে কার্যত কালঘাম ছোটে, আর সেটি যদি হয় সরকারি চাকরি। কিন্তু কেমন হয়, যদি আপনি হন একজন চাকরি দাতা? ভাবতে অন্যরকম হলেও এটি সম্ভব।  আজ আমরা এমনই একটি ব্যবসার কথা (Business Idea) জানাবো এই আর্টিকেলে, যেখানে মানুষ নিজের ইচ্ছায় লাইনে দাঁড়াবে আপনার কাছে চাকরি পাওয়ার জন্য। আর আপনি হয়ে উঠবেন একজন সফল উদ্যোক্তা। হ্যাঁ, আমরা বলছি সিকিউরিটি এজেন্সির ব্যবসার কথা। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আনাচে-কানাচে দরকার নিরাপত্তা!

চাকরি ছোট-বড় যেকোনো জায়গায় হোক না কেন, সবারই দরকার নিরাপত্তার। আর দিনকে দিন নিরাপত্তা রক্ষীর চাহিদা আকাশছোঁয়া হচ্ছে। শহরের প্রতিটি কোনায় কোনায়, এমনকি প্রতিটি গেটের সামনে একজন সিকিউরিটি গার্ড এখন দেখতে পাওয়া যায়। আর এই অবস্থায় সিকিউরিটি এজেন্সির মতো ব্যবসা কখনো মন্দার মুখ দেখাতে পারেনা। হ্যাঁ, এরকমই মনে করছে বিশেষজ্ঞরা। মানুষ আজ অন্যান্য খরচে কাটছাঁট করলেও নিরাপত্তার খরচের কৃপণতা করতে চাইছে না। 

কীভাবে শুরু করবেন সিকিউরিটি এজেন্সির ব্যবসা?

সিকিউরিটি এজেন্সি ব্যবসার সব থেকে বড় সুবিধা হল, এটি কম খরচেই শুরু করা যায়। একটি ছোট ঘর, কয়েকটি চেয়ার-টেবিল আর একটা মোবাইল থাকলেই শুরু করতে পারবেন এই প্রফেশনাল লেভেলের ব্যবসা। তবে হ্যাঁ, এই ব্যবসা শুরু করতে গেলে আইনগত কিছু প্রক্রিয়া থাকে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রথমে একটি কোম্পানি গঠন করতে হবে। তারপর দরকার ESIC এবং PF রেজিস্ট্রেশন। এছাড়া GST রেজিস্ট্রেশনও দরকার। পাশাপাশি লেবার কোর্টে কোম্পানির রেজিস্ট্রেশন থাকতে হবে। আর এই ব্যবসা আপনি একাও শুরু করতেও পারেন, আবার পার্টনারশিপ করেও শুরু করতে পারেন। 

লাইসেন্স ছাড়া চলবে না এজেন্সি!

সিকিউরিটি এজেন্সির ব্যবসা চালাতে গেলে আপনার প্রথমেই প্রয়োজন হবে PSARA লাইসেন্স। লাইসেন্স ছাড়া কোন প্রাইভেট সিকিউরিটি এজেন্সির কাজ চালানো যায় না। তবে হ্যাঁ, লাইসেন্স পেতে গেলে প্রথমে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশনের মধ্য দিয়ে যেতে হয়। তারপর প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা রক্ষীর প্রশিক্ষণের জন্য স্টেট কন্ট্রোলিং অথরিটির অনুমোদন সংস্থায় ট্রেনিং নিতে হয়।

কত খরচ হবে লাইসেন্সে?

বেশ কিছু সূত্র খতিয়ে জানা গিয়েছে, একটি জেলার জন্য লাইসেন্স করতে গেলে খরচ পড়বে ৫ হাজার টাকা। তবে যদি পাঁচটি জেলার জন্য লাইসেন্স করতে চান তাহলে ১০ হাজার টাকা লাগবে এবং গোটা রাজ্যের জন্য লাইসেন্স করতে গেলে পড়বে ২৫ হাজার টাকা।

আরও পড়ুনঃ সঞ্জীব খান্নার প্রিয় পাত্র, চিনে নিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলা বিআর গাভাইকে

কত টাকা আয় হতে পারে?

এই ব্যবসার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এখানে কোন আয়ের সীমা নেই। শুধু শহরে নয়, বরং গ্রামাঞ্চলেও এখন নিরাপত্তার চাহিদা দিনের পর দিন বাড়ছে। বড় হাউসিং কমপ্লেক্স বলুন বা ব্যাঙ্ক, অফিস, স্কুল, হাসপাতাল, সব জায়গায় দরকার সিকিউরিটি গার্ড। আর আপনি যদি দক্ষ, দায়িত্ববান এবং পেশাদার লোকজন সরবরাহ করতে পারেন, তাহলে এখানে কাজের কোন অভাব হবে না। ফলে আপনার পকেটে মুনাফারও কোন ঘাটতি পড়বে না। 

তাই বেকারত্বের সময় আপনি যদি নিজের উদ্যোগে কিছু করতে চান, তাহলে সিকিউরিটি এজেন্সির ব্যবসার বদলে দিতে পারে আপনার ভাগ্য। এটি এমন একটি ব্যবসা, যা ভবিষ্যতে কোটিপতিও বানিয়ে দিতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group