সৌভিক মুখার্জী, কলকাতা: বাঙালিদের কাছে সোনা (Gold) শুধুমাত্র অলংকার নয়, বরং ভরসারও প্রতীক। টানা কয়েকদিন দর পতনের পর আবারো বৃদ্ধি পেল হলুদ ধাতুর দাম। আজ বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল। সোনার দর পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। দেশজুড়ে সোনার দর ছাড়িয়েছে আবারও ৯৬ হাজার টাকার গণ্ডি, যা এখনো সর্বোচ্চ। একইভাবে রুপোর দামও বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ টাকা প্রতি কেজি।
আন্তর্জাতিক উত্তেজনায় আবারও বাড়লো সোনার দাম..
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, আমেরিকা এবং চীনের মধ্যে চলতে থাকা শুল্কযুদ্ধের ফলে আন্তর্জাতিক সোনার বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। আর এর ফলে আন্তর্জাতিক বাজার সরাসরি আঘাত হানছে ভারতের বাজারের উপর। এখন সোনার ব্যবসা চলছে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে। কখনো বাড়ছে, আবার কখনো কমছে। চলুন দেখে নেওয়া যাক আজ ভারতের বাজারে সোনা ও রুপোর হালচাল।
আজ শহরভিত্তিক সোনার দাম | Gold Price Today |
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালুরু ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৮,১৬০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৬,১৮০/- টাকায়। এদিকে উত্তর ভারতের রাজ্যগুলিতে সোনার দর আরো চড়া। রাজধানী দিল্লি, গাজিয়াবাদ, লখনউ, নয়ডা ইত্যাদি শহরে আজ ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৮,৩১০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৬,৩৩০/- টাকায়।
আজ রুপোর বাজারের হালচাল | Silver Price Today |
আছো ১৭ই এপ্রিল, বৃহস্পতিবার। রুপোর দর আবারও অনেকটাই বেড়েছে। আজ রুপোর দাম দাঁড়িয়েছে ১ লক্ষ টাকা প্রতি কেজি। হ্যাঁ, গতকালের তুলনায় প্রায় ৩০০/- টাকা বৃদ্ধি পেয়েছে সাদা ধাতুর দাম।
সোনার দাম কীভাবে নির্ধারিত হয়?
ভারতের সোনার বাজার বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আন্তর্জাতিক বাজারে সোনার দাম যদি বাড়তে থাকে তাহলে ভারতের বাজারে সরাসরি প্রভাব পড়ে। এছাড়া ভারতীয় রুপির মূল্য ওঠানামাও সোনার দরে প্রভাব ফেলে। এর পাশাপাশি উৎসব এবং বিয়ের মরসুমে সোনার চাহিদা এমনিতেই তুঙ্গে থাকে। তখন স্বাভাবিকভাবেই সোনার দর বৃদ্ধি পায়।
আরও পড়ুনঃ আরও সস্তা হতে পারে EMI, হোম লোন! সুখবর দিতে চলেছে RBI
এখনো কি বিনিয়োগ করবেন?
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছেন, বাজার যদি স্বাভাবিক থাকে তাহলে আগামী ৬ মাসে সোনার দাম কমে আবারো ৭৫,০০০/- টাকা প্রতি ১০ গ্রামে আসতে পারে। তবে যদি যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা আবারও বাড়ে, তাহলে সোনার দাম এক লাফে ১,৩৮,০০০/- টাকার গণ্ডি পার করতে পারে। তাই অবশ্যই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তের পথে হাঁটা বুদ্ধিমানের কাজ হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |