সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ, তারপরেই জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি (Weather Update)। শুধু ভারী বৃষ্টিই নয়, তার পাশাপাশি কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি, সঙ্গে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। বৃহস্পতিবার বিকেলের মধ্যে ৩ জেলায় ভারী বৃষ্টি, ৩ জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাকি জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। কালবৈশাখী সঙ্গে শিলাবৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শিলাবৃষ্টির সম্ভাবনা নদীয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পঙ-এও।
আরও পড়ুনঃ বড় পরীক্ষায় সফল, চালু হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা! কবে উদ্বোধন?
তৈরী একের পর এক অক্ষরেখা
একটি অক্ষরেখা সিকিম থেকে উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপর বিস্তৃত। অন্য আরেকটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড অবধি বিস্তৃত। এর ফলে জায়গায় জায়গায় ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।