Indiahood-nabobarsho

বিশ্বের সর্ব শক্তিমান দেশের তালিকায় করুণ দশা পাকিস্তান, বাংলাদেশের! কততে ভারত?

Published on:

Top 10 Most Powerful Countries

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামরিক ক্ষমতার নিরিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী (Powerful) দেশগুলিকে নিয়ে কৌতুহল রয়েছে বিশ্ববাসীর। তবে প্রতিবছরই বিশ্বের উন্নত দেশগুলির সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধি ও প্রতিরক্ষা উন্নয়নের জোরে বদলে যায় তালিকার চেহারা। চলতি বছরও সেই নিয়মের অন্যথা হয়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে গ্লোবাল ফায়ারপাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী, অন্যান্য বছরের মতো সামরিক শক্তির দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের তালিকায় শীর্ষে জায়গা ধরে রেখেছে আমেরিকা। তবে দুঃখের বিষয় গতবছর তালিকার 9 নম্বরে থাকা পাকিস্তান, এবছর বিশ্বের সর্বশক্তিমান দেশগুলির সেরা দশের তালিকা থেকে বাদ পড়েছে। ভারতের অবস্থা কেমন?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় প্রথম পাঁচে ভারত

মূলত প্রতিরক্ষা প্রযুক্তি, আর্থিক সম্পদ, সামরিক ক্ষেত্রে উন্নতি, ভৌগোলিক অবস্থান, কৌশলগত অবস্থান সহ 60টিরও বেশি পরামিতির ভিত্তিতে সামরিক ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10 দেশের তালিকা প্রকাশিত হয়েছে। জানিয়ে রাখি, সেই প্রথম দশের তালিকায় 4 নম্বরে জায়গা হয়েছে ভারতের। তাহলেই বুঝুন ভারতীয় সামরিক ব্যবস্থা কতটা উন্নত! গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্সের হিসেব অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

13,043টি সামরিক বিমান, 1,790টি যুদ্ধ বিমান, 889টি বিধ্বংসী আক্রমণকারী বিমান, 5,883টি হেলিকপ্টার ও 4,640টি ট্যাঙ্কার নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ হিসেবে জায়গা ধরে রেখেছে আমেরিকা। সেই সাথেই জলপথ ও আকাশ পথে আমেরিকার জুড়ি মেলা ভার। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত রাশিয়া। বিপুল সংখ্যক মিসাইল, যুদ্ধজান, পারমাণবিক অস্ত্র সহ অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থার দৌলতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে পুতিনের দেশ।

20 লাখেরও বেশি সৈন্য ও অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ভারতের ঠিক ওপরে অর্থাৎ তালিকা তৃতীয় স্থানে রয়েছে চিন। আর চিনের ঠিক পরেই 4 নম্বরে জায়গা হয়েছে ভারতের। প্রায় 15 লাখ সেনা, 2,229টি সামরিক বিমান, 513টি যুদ্ধবিমান, 4,200 ট্যাঙ্কার, 18টি সাব মেরিন সহ একাধিক উন্নত প্রযুক্তির উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তালিকার চতুর্থ স্থানে সগর্বে ভারত। দিল্লির ঠিক পরেই অর্থাৎ তালিকার পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। 6 লাখের বেশি সেনা ও একাধিক উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে 5 নম্বরে ঠাঁই হয়েছে দেশটির।

তালিকার বাকিরা

দক্ষিণ কোরিয়ার পর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশের তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা হয়েছে ব্রিটেনের। দেশটির সেনা সংখ্যা 1 লাখ 80 হাজারেরও বেশি। সেই সাথে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র শস্ত্র তো রয়েছেই। তালিকার 7 নম্বরে জায়গা হয়েছে ফ্রান্সের। যে দেশ গত বছর প্রথম দশেও ছিল না। প্রায় আড়াই লাখের কাছাকাছি সেনা নিয়ে তালিকার 8 নম্বরে রয়েছে জাপান। এছাড়াও বিগত বছরগুলিতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় নজর দিয়ে তালিকার 9 ও 10 নম্বরে রয়েছে তুরস্ক ও ইতালি।

অবশ্যই পড়ুন: IPL-র জাত শত্রু! এই ব্যক্তির থেকে ক্রিকেটারদের দূরে থাকার পরামর্শ BCCI-র

পাকিস্তান ও বাংলাদেশের অবস্থান কততে?

বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যা, তাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশগুলির তালিকায় ছন্দপতন একেবারেই স্বাভাবিক। গত বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশগুলির তালিকায় 9 নম্বরে থাকা পাকিস্তান এবছর তালিকার দ্বাদশ স্থানে নেমে এসেছে। মূলত বিপুল অর্থনৈতিক সঙ্কট, দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা, পুরনো প্রযুক্তি , কৌশলগত ব্যর্থতা ও সন্ত্রাসবাদীদের বাড়বাড়ন্তে একেবারে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। অন্যদিকে সামরিক ক্ষেত্রে আলোচনার একেবারে বাইরে থাকা পড়শি বাংলাদেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশগুলির তালিকা 47 নম্বর রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group