প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে শিল্প এবং বাণিজ্য নিয়ে একাধিক কটাক্ষ শুনতে হয়েছিল বিরোধী মহলের তরফ থেকে। তবে সেই কটাক্ষে একদমই কান দেয়নি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রতি বছর তিনি রাজ্যে যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে তা নিয়েও কম কথা শোনায়নি বিরোধী দল। তবে এবার বিরোধীদের সেই সকল অভিযোগগুলি তুড়ি মেরে ওড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন রাজ্যে শিল্পের অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রী শুধু খাতায় কলমে আবদ্ধ রাখেনি, বাস্তবেও সেটি করে দেখাচ্ছেন। আর এই আবহে শালবনিতে জিন্দালদের তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে বড় আপডেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক বৈঠকে মমতা
আগামী সোমবার, ২১ এপ্রিল শালবনীতে নতুন উদ্বোধন হতে চলেছে নতুন পাওয়ার প্ল্যান্ট। আর ওইদিনই জিন্দল গোষ্ঠীর বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি স্থাপন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শিল্পের নতুন গন্তব্য হতে চলেছে বাংলা। এইমুহুর্তে যতদিন যাচ্ছে মানুষের সংখ্যা তত বাড়ছে। যার ফলে বিদ্যুৎ এর চাহিদা বাড়ছে। আগে মানুষ এয়ার কন্ডিশনার ব্যবহার করত না। কিন্তু এখন প্রায় সকলে AC ব্যবহার করেন। তাই এই চাহিদা পূরণের লক্ষ্যে আগামী ২১ এপ্রিল দুপুর দুটোয় শালবনিতে জিন্দালদের তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হবে। ”জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ৮০০ মেগা ওয়াটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবে যার মধ্যে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জিন্দল শিল্পগোষ্ঠী।
১০০ বছর পর্যন্ত থাকবে না বিদ্যুৎ সমস্যা
এছাড়াও এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “ এইমুহুর্তে রাজ্যে ১১ শতাংশ বিদ্যুৎ ব্যবহার বেড়েছে। দেউচা পাচামিতে কাজ পুরোপুরি হয়ে গেলে আগামী ১০০ বছরে বিদ্যুৎ বিভ্রাট সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না। এমনকি বিদ্যুতের দামও মধ্যবিত্তের নাগালে আসবে। যদিও আমরা দাম বাড়াই না। CESC দাম বাড়ায়। যত পাওয়ার প্ল্যান্ট তত দামে ভারসাম্য আসবে।” পাশাপাশি তিনি পাওয়ার প্ল্যান্ট নিয়ে আরও বলেন যে, “সাগরদিঘিতে পাওয়ার প্ল্যান্টের কাজ চলছে। দুর্গাপুর, বক্রেশ্বরে পাওয়ার প্ল্যান্টের কাজ চলছে। সাঁওতালডিহিতেও চলছে। তার ফলে বাংলায় একদিকে যেমন বিদ্যুৎ এর চাহিদা কমবে ঠিক তেমনই বাড়বে কর্মসংস্থান। আয়ও বাড়বে। ”
আরও পড়ুনঃ ভারত ব্যবসার রাস্তা বন্ধ করায় ২০০০ কোটির ক্ষতি বাংলাদেশের! মেনে নিল ঢাকা
এরপর সোমবার কলকাতা থেকে মেদিনীপুরে পৌঁছে সেখানকার সার্কিট হাউসে রাত কাটাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবার যোগ দেবেন দমকল–সহ বিভিন্ন সরকারি প্রকল্পের একটি উদ্বোধনী অনুষ্ঠানে। জানা গিয়েছে ওইদিন দুপুর সাড়ে ১২টায় গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে জার্মানির এক সংস্থা এই প্রকল্পের জন্য ৮০ শতাংশ আর্থিক বিনিয়োগ করেছে। সব মিলিয়ে ৭৫৭ কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্পটি তৈরি হয়েছে। এছাড়া ওইদিন ২৫টি দমকল কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আর এই ২৫ টির মধ্যে ১৫টি জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে দিঘায় পৌঁছে যাবে। এবং বাকি ১০টি থাকবে কলকাতায়।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |