Indiahood-nabobarsho

FASTag যুগের সমাপ্তি! ১৫ দিনেই আসছে নতুন GPS টোল সিস্টেম, ঘোষণা গডকরির

Published on:

সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি, তারপরেই চলে আসবে মে মাস। আর নতুন মাস মানেই হল নতুন কিছু নিয়ম, যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের পকেটের ওপর পড়ে। তবে এবার যাদের গাড়ি আছে তাঁদের জন্য অপেক্ষা করছে জরুরি খবর। আসলে মে মাস থেকে বদলে যাচ্ছে FASTag -এর নিয়ম। এক কথায়, FASTag যুগের শেষ হতে চলেছে বলে খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শেষ হচ্ছে FASTag যুগ?

এখন প্রশ্ন উঠছে, সত্যিই কি নতুন মাস থেকে FASTag -এর যুগের অবসান ঘটতে চলেছে? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর। জানা গিয়েছে, দেশের টোল বুথের ক্ষেত্রে সরকার একটি বড় পরিবর্তন আনতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বলেছেন যে দেশের মহাসড়কে টোল দেওয়ার পদ্ধতি পরিবর্তন হতে চলেছে। আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্র একটি নতুন টোল নীতি চালু করতে চলেছে। তার মানে এই নীতি মে মাস থেকে কার্যকর করা যেতে পারে।

তিনি ইঙ্গিত দিয়েছেন যে নতুন নীতি বাস্তবায়িত হলে, কেউ টোল নিয়ে অভিযোগ করার সুযোগ পাবে না। এই নতুন সিস্টেমের মাধ্যমে, FASTag-এর ঝঞ্ঝাটও শেষ হয়ে যাবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে নতুন ব্যবস্থায় কোনও অন সাইট টোল বুথের প্রয়োজন হবে না। পরিবর্তে, স্যাটেলাইট ট্র্যাকিং এবং গাড়ির নম্বর প্লেট ব্যবহার করে টোল পেমেন্ট অটোমেটিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ  বিরিয়ানি অর্ডার করলেই বিনামূল্যে ফ্লাইটের টিকিট! বিরাট অফার Swiggy, IndiGo-র

GPS-এর মাধ্যমে হবে টোল আদায়!

গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS) নামে পরিচিত নতুন টোল সংগ্রহ ব্যবস্থা শীঘ্রই ২০১৬ সাল থেকে ব্যবহৃত FASTag-গুলিকে প্রতিস্থাপন করবে। এই FASTag টোল প্লাজায় যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব এবং দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এছাড়াও, সিস্টেমটিতে কিছু ত্রুটি এবং অভিযোগও দেখা গেছে, যার জন্য আরও দক্ষ আপগ্রেড প্রয়োজন। FASTag এর মতো, যা RFID প্রযুক্তি ব্যবহার করে এবং ট্যাগটি উইন্ডশিল্ডে স্থাপন করতে হয়। জিএনএসএস স্যাটেলাইটের মাধ্যমে যানবাহনের গতিবিধি ট্র্যাক করে কাজ করে। অন-বোর্ড ইউনিট (OBU) বা ট্র্যাকারযুক্ত গাড়িগুলি তাদের সঠিক হাইওয়ে ব্যবহারের জন্য পর্যবেক্ষণ করা হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group