Indiahood-nabobarsho

ঘুচতে চলেছে ‘আইবুড়ো’ তকমা, বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ? পাত্রীর পরিচয় অবাক করবে

Published on:

Dilip Ghosh Wedding Who is the Bride

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দিলীপ ঘোষ (Dilip Ghosh) নামটা সকলের কাছেই বেশ পরিচিত। একদিকে যেমন বিজেপির প্রাক্তন সভাপতি তেমনি প্রাক্তন সংসদ তথা বিধায়কও বটে। তবে রাজনৈতিক নয়, বরং সাংসারিক কারণে খবরের শিরোনামে উঠে এলেন তিনি। বিয়ে করছেন দিলীপ ঘোষ। হ্যাঁ, ঠিকই দেখছেন! সূত্র মিলছে শুরুতে ইচ্ছা না থাকলেও শেষমেশ বিয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন দিলীপ ঘোষ। পাত্রী কে আর কবে ও কোথায় হচ্ছে শুভ বিবাহ? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ?

জানা যাচ্ছে, লোকসভা ভোটের পর থেকেই বিষণ্ণ হয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময়েই তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। যদিও শুরুতে মন ছিল না, তবে পরবর্তীতে মায়ের জোরাজুরিতে সংসার শুরুর জন্য রাজি হন। বিগত ৩রা এপ্রিল যখন কেকেআর বিপরীত দলের উপর বিজয় পেতে ব্যস্ত তখনই মেটে ‘পাকা কথা’। এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবারেই বিয়ের খবর ছড়িয়ে পড়ে।

ইতিমধ্যেই তাকে প্রশ্ন করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফ থেকে, বিয়ে করছেন কি না? উত্তরে হ্যাঁ বা না কিছুই বলেননি তিনি বরং জানান, কেন আমি কী বিয়ে করতে পারি না? বিয়ে করা অপরাধ? তাই অফিসিয়ালি কনফার্ম হওয়া যায়নি। তবে তাঁর ঘনিস্টদের মতে, বিয়ের সিদ্ধান্তে অনড় তিনি। কারণ বিয়ে না করার জন্য সংঘের তরফ থেকে কিছু লোক বাড়ি গেলেও তাদের নিরাস হয়েই ফিরতে হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন হঠাৎ বিয়ের সিদ্ধান্ত?

দিলীপ ঘোষের পরিচিতদের সূত্রে জানা গিয়েছে, তাঁর মা চেয়েছিলেন ছেলে সংসারী হোক। আগামী বিধানসভা ভোটে ফের তাকে দেখা যেতে পারে। সেই সময় প্রচারের জন্য বৃদ্ধ মায়ের দেখাশোনার জন্য ও তাঁর সাথে থাকার জন্য একজনের থাকাটা প্রয়োজন। তাছাড়া মায়ের অবর্তমানে ছেলে দিলীপকে কে দেখবে সেই নিয়েও বেশ চিন্তিত ছিলেন তিনি। তাই সব মিলিয়ে সংসারী হতে রাজি হয়েছেন প্রাক্তন বিজেপি সভাপতি।

কবে ও কোথায় হচ্ছে বিয়ে?

যদিও অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি, এবং বড় কোনো আয়োজনও হচ্ছে না। তবে আনন্দবাজারের সূত্র মতে, বাড়িতেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হতে চলেছে। আগামীকাল অর্থাৎ ১৮ই এপ্রিল ২০২৫ শুক্রবার বাড়িতেই অল্প সংখ্যক আত্মীয়দের নিয়ে শুভ বিবাহ সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ ১০০ বছরেও বিদ্যুৎ বিভ্রাট হবে না রাজ্যে, কমবে দামও! নবান্ন থেকে জানালেন মমতা

কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন দিলীপ ঘোষ?

এসবের মাঝে বারেবারে যে প্রশ্ন উঠছে সেটা হল পাত্রী কে? জানা যাচ্ছে, পাত্রী একজন বিবাহবিচ্ছিন্না মহিলা। তাঁর ২৫ বছরের একটি ছেলেও রয়েছে। তিনিও বিজেপির সাথেই যুক্ত আর সেই সূত্রেই দুজনের পরিচয়। তবে এখনও বিয়ে সত্যি হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে বিস্তর জল্পনা চলছে সোশ্যাল মিডিয়াতে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group