পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত ৩রা এপ্রিল বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Scam) সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা। মুহূর্তের মধ্যেই বাজ পড়ে যোগ্য প্রার্থীদের মাথায়, একইসাথে কার্যত ভেঙে পর রাজ্যের শিক্ষা ব্যবস্থাও। যদিও এই রায়ের পাল্টা নতুন করে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। দাবি ছিল গোটা প্যানেল বাতিল না করে যোগ্যদের চাকরি বহাল রাখা হোক। আজ বৃহস্পতিবার সেই আর্জিতে সম্মতি দিয়েছে সর্বোচ্চ আদালত। এবার প্রশ্ন তবে কি অযোগ্য বা যোগ্যদের তালিকা টাঙানো হবে? এই বিষয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
‘যোগ্যদের’ চাকরি বহালের আর্জিতে সম্মতি সুপ্রিম কোর্টের
আজ অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কাছে আর্জি রাখা হয়েছিল, রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য যারা ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত নন তাদের চাকরি বহাল রাখা হোক। এতে স্কুলের পঠনপাঠন বজায় রাখা সম্ভব হবে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই সেই আবেদনে সাড়া দিল সর্বোচ্চ আদালত। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের নির্দেশে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বেড়ে গেল চাকরির মেয়াদ। তাই এবার প্রশ্ন উঠছে যোগ্যদের তালিকা কী প্রকাশ করা হবে?
যোগ্যদের তালিকা প্রসঙ্গে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
সুপ্রিম কোর্টের নির্দেশের পর যাঁরা কাজে যোগ দেবেন তাদের নামের তালিকা প্রকাশ করা হবে কি না সেই প্রশ্ন করা হয়েছিল বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। যার উত্তরে তিনি জানান, আদালতের তরফ থেকে তেমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাই সেই নিয়ে ভাবার কোনো বিষয় নেই। তাহলে কারা পুনরায় কাজে ফিরবেন বা করা যোগ্য তাদের তালিকা প্রকাশিত হচ্ছে না?
নয়া নিয়োগের ডেডলাইন দিল সুপ্রিম কোর্ট
এদিন শুধুমাত্র আবেদন মঞ্জুরের নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। একই সাথে আগামী ৩১ শে মে এর মধ্যে রাজ্যকে হলফনামা দিতে হবে যে ৩১শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ পক্রিয়া শেষ করতে হবে। তাই আশা করা হচ্ছে দ্রুত পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে তারপর পরীক্ষার মাধ্যমে নতুন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |