Indiahood-nabobarsho

কপাল খুলবে বেকারদের! ২০,০০০ বেতন সহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে RBI, কীভাবে আবেদন?

Published on:

RBI Internship 2025 Eligibility and Application Process

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি পড়াশোনা শেষে একটা চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য দারুণ সুখবর। সম্প্রতি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেখানে ব্যাঙ্কিং জগতের কাজের অভিজ্ঞতার পাশাপাশি মিলবে মোটা বেতন। কি যোগ্যতার প্রয়োজন আর কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আরবিআই ইন্টার্নশিপ ২০২৫ | RBI Internship 2025

যে সমস্ত যুবক-যুবতীরা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ এনেছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক আরবিআই। সবচেয়ে ভালো জিনিস হল এই ইন্টার্নশিপের জন্য আলাদা করে কোনো লিখিত পরীক্ষা নেই। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। কারা আবেদনের জন্য যোগ্য ও কতজন নেওয়া হবে? নিচে বিস্তারিত তথ্য জানানো হল।

RBI ইন্টার্নশিপের শূন্যপদ

যেমনটা জানা যাচ্ছে এপ্রিল মাসে ইন্টার্নশিপের জন্য যে নিয়োগ চলছে তাতে মোট ১২৫ কে নেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা সিলেক্টেড হবেন তাদের মুম্বাইতে ট্রেনিং দেওয়া হবে। তারপর কাজে যোগ দিতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আবেদনের জন্য যোগ্যতা

আপনি যদি আরবিআই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই একজন স্নাতক হতে হবে। এছাড়া আবেদনকারীকে স্নাতকোত্তর বা ৫ বছরের কোনো ডিগ্রি কোর্স বা আইনের ডিগ্রিধারী হতে হবে। এই পদে আবেদনের জন্য আলাদা করে কোনো বয়সের সীমা নেই, তাই যে কেউ এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

ইন্টারশিপের সুবিধা ও বেতন

অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এই ইন্টার্নশিপের ফলে ভবিষ্যতে কি কি সুবিধা পাওয়া যেতে পারে। এর উত্তরে শুরুতেই বলতে হয়, আরবিআইতে ইন্টার্নশিপ করলে ব্যাঙ্কে কাজের অভিজ্ঞতা পাওয়া যাবে। যেটা ভবিষ্যতে যে কোনো ব্যাঙ্কে খুবই সহজে চাকরি পেতে সাহায্য করবে। যে সমস্ত প্রার্থীরা সিলেক্টেড হবেন তাদের প্রতিমাসে ২০,০০০ টাকা স্টাইপেন্ড দেয়া হবে। এছাড়াও যাতায়াতের জন্য ট্রাভেলিং অ্যালাওয়েন্স আলাদা করে দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন?

যদি আপনি এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে করতে পারবে। এর জন্য নিচে দেওয়া পদ্ধতি ফলো করতে  হবে।

  • প্রথমেই যে কোনো ব্রাউজার থেকে আরবিআই ইন্টার্নশিপের অফিসিয়াল ওয়েবসাইট (opportunities.rbi.org.in) এ চলে যেতে হবে।
  • এরপর সেখানে ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে। তাহলেই আবেদনের ফর্ম ওপেন হয়ে যাবে।
  • এবার আবেদন ফর্মে সমস্ত তথ্য নির্ভুল ও যথাযথভাবে পূরণ করতে হবে। একইসাথে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • ডকুমেন্ট আপলোড শেষ হলে শুরু থেকে সবটা একবার চেক করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।

আবেদন সম্পন্ন হল ফর্মে দেওয়া ইমেল আইডি ও মোবাইল নাম্বারে কনফার্মেশন পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group