সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ই এপ্রিল, শুক্রবার। সকাল হতে না হতেই নতুন রেকর্ড করল সোনার বাজার। দেশজুড়ে সোনার দর (Gold Price) পৌঁছে গিয়েছে এক নতুন উচ্চতায়। বেশিরভাগ শহরেই আজ ২৪ ক্যারেট সোনা ৯৭ হাজার টাকার আশেপাশে ঘুরছে। একইসঙ্গে রুপোর দরও প্রায় ১ লক্ষ টাকা ছুঁয়েছে। আর এই হঠাৎ ঊর্ধ্বগতির পিছনে রয়েছে আন্তর্জাতিক কিছু কারণ। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের বাজারে সোনা ও রুপোর হালচাল।
আজ সোনার বাজার দর | Gold Price Today |
আজ দেশের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালুরু, মুম্বাইতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৮৯,৪৫০/- টাকায়। এদিকে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৭,৫৮০/- টাকায়। রাজধানীর দিকে সোনার দর আরও চড়া। আজ দিল্লি, জয়পুর, গাজিয়াবাদ, নয়ডা, লখনৌ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৮৯,৬০০/- টাকায় এবং ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৭,৭৩০/- টাকায়।
আজ রুপোর বাজারের হালচাল | Silver Price Today |
শুক্রবার সকালে রুপোর দর দাঁড়িয়েছে ৯৯,৯০০/- টাকা প্রতি কেজি। গতকালের থেকে ১০০ টাকা দর পতন হয়েছে রুপোর। ফলে রুপো গ্রাহকরা কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছে।
কেন বাড়ছে সোনার-রুপোর দাম?
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, সম্প্রতি আমেরিকা ও চীনের মধ্যে যে শুল্কযুদ্ধ চলছে, তার প্রভাব সোনার বাজারে পড়ছে। আন্তর্জাতিক বাজারে এখন বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসাবে সোনার দিকে পা বাড়াচ্ছে। আর সে কারণেই সোনার চাহিদা হু হু করে বাড়ছে।
সূত্র বলছে, যদি এই আন্তর্জাতিক টানাপোড়েন বাড়তে থাকে, তাহলে সোনার দাম আগামী দিনে ১,৩৮,০০০/- টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। তবে হ্যাঁ, যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে দাম আবারও কমে ৭৫,০০০/- টাকার আশেপাশে নেমে আসতে পারে।
ভারতের বাজারে কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?
ভারতের বছরের সোনার দর কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে ভারতের বাজারে তার প্রভাব পড়ে। দ্বিতীয়ত, ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য যদি হ্রাস পায় তাহলে সোনার দাম বেড়ে যায়। তৃতীয়ত, সরকারি কর এবং আমদানি শুল্ক সোনার দরে সরাসরি প্রভাব ফেলে। এছাড়া উৎসব ও বিয়ের মরসুমে সোনার চাহিদা তুঙ্গে থাকে। তখন স্বাভাবিকভাবে হলুদ ধাতুর দর বৃদ্ধি পায়।
আরও পড়ুনঃ ২০২৬ সালের জানুয়ারিতেও বাড়ছে না বেতন! সরকারি কর্মচারীদের জন্য খারাপ খবর
এখনো কি বিনিয়োগ করা উচিত?
যারা সোনা কিনতে চাইছেন, তাদের জন্য এখন কিছুটা চিন্তার কারণ হতে পারে। কারণ দাম বাড়ার এই ধারা কতদিন ধরে অব্যাহত থাকবে, তা নির্ভর করবে আন্তর্জাতিক বাজারের উপরেই। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই এখন সোনাকে নিরাপদ বিনিয়োগের বিকল্প বলেই মনে করছেন। তাই যদি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তের পথে হাঁটুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |