বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক প্রতিবেশীর ভাগ্য একেবারে সোনায় বাঁধানো, অপরজনের শিরেসংক্রান্তি! হ্যাঁ, মোহনবাগানের একের পর এক সাফল্যের মাঝে দলের অন্দরে ভাঙন ও পূর্ব ব্যর্থতা নিয়ে সুপার কাপের আগে ইস্টবেঙ্গলের (East Bengal) দৈন দশা আর দেখতে পারছেন না লাল হলুদ জনতা। কোচের সাথে মতবিরোধের জের দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন তাবড় ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা।
তাঁর বিদায়ের রেশ কাটার আগেই লাল হলুদের সাথে চুক্তি ভেঙেছে আরেক বিদেশ ফিজিও সেনেনের, গতকালই সিঁড়ি থেকে পড়ে গিয়ে জোরালো চোট পেয়েছেন ইস্টবেঙ্গলের মাঝ মাঠের ভরসা সল ক্রেসপো। কাজেই সবমিলিয়ে একেবারে বিধ্বস্ত লাল হলুদ। এহেন আবহে ফের ধাক্কা খেলো কলকাতা ময়দানের এই প্রধান। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের ঘর ভেঙে উদীয়মান প্রতিভা পিভি বিষ্ণুকে সই করাচ্ছে বাগান। হিসেব যদি ঠিক হয়, তবে আগামী মরসুমে সবুজ মেরুন জার্সিতেই মাঠে খেল দেখাবেন বিষ্ণু।
বিষ্ণুকে দলে নিতে পণ ধরে বসেছিল বাগান!
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, লাল হলুদ জার্সিতে মাঠ কাঁপানো কেরল তারকা পিভি বিষ্ণুকে দলে টানতে নাকি একেবারে সর্বস্ব উজাড় করে ঝাঁপিয়েছিল সবুজ মেরুন। জানা যায়, স্বয়ং সঞ্জীব গোয়েঙ্কা বিষ্ণুকে দলে টানতে লোভনীয় সব প্রস্তাব দিয়েছিলেন! আর এরপরই নাকি একেবারে গোলে জল হয়ে যান জাতীয় শিবিরে ডাক পাওয়া এই ভারতীয় ফরোয়ার্ড। জানা গিয়েছে, এবারের ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে লাল হলুদের এই তরুণ প্রতিভার ফুটবল দক্ষতা দেখেই তাঁকে দলে টানতে একেবারে চ্যালেঞ্জ ধরে বসেছিল সবুজ মেরুন।
সূত্রের খবর, নতুন করে ইস্টবেঙ্গলের সাথে চুক্তি বাড়ানোর কোনও রকম ইচ্ছে ছিল না বিষ্ণুর। আর সে কথা বুঝেই তড়িঘড়ি সুযোগ কাজে লাগায় বাগান। জানা গিয়েছে, বিষ্ণুর সাথে বেশ কয়েক দফা কথা চালাচালি হয়েছে গঙ্গা পাড়ের ক্লাবের। আর এরপরই শুভাশিস বসুদের দলে তাঁর জায়গা হওয়াটা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। বিশেষজ্ঞ মহলের দাবি, ইস্টবেঙ্গল ছেড়ে বিষ্ণু যদি মোহনবাগানে সই করেন তবে সবুজ মেরুনের আক্রমণাত্মক ভঙ্গি একেবারে নতুন রূপ পাবে, দল আরও শক্তিশালী হবে তাতে কোনও সন্দেহ নেই।
অবশ্যই পড়ুন: চুপিসারে সবই দেখছে ওরা! ভিনগ্রহে এলিয়েনদের উপস্থিতি নিশ্চিত করলেন ভারতীয় বিজ্ঞানী
বিরাট ক্ষতি হবে ইস্টবেঙ্গলের
গোটা ISL মরসুমে একেবারে ব্যর্থ হয়ে এমনিতেই ভেঙে পড়েছে লাল হলুদ। দলের চোটগ্রস্তদের মধ্যে বা যে কজন সেরে উঠেছেন, তাঁদের মধ্যে বেশিরভাগের সাথেই নাকি মতের মিল পাচ্ছেন না অস্কার! দলের অন্দরে অশান্তি ও ক্লেটন সিলভার মতো খেলোয়াড়দের চলে যাওয়া ইস্টবেঙ্গলের চাপ বেশ খানিকটা বাড়িয়েছে। তার ওপর অতিরিক্ত ক্ষতি হিসেবে, সুপার কাপের আগে চোটে কাহিল সল ক্রেসপো। এহেন আবহে পিভি বিষ্ণুর মতো একজন খেলোয়াড়ের চলে যাওয়া লাল হলুদের জন্য যথেষ্ট ক্ষতির।
কেননা, দলের ছেলেদের মধ্যে একমাত্র বিষ্ণুই ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা ছিলেন, কাজেই তিনি যদি মোহনবাগানে যোগ দেন তবে, লাল হলুদের অবস্থা হবে একেবারে শোচনীয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দক্ষ খেলোয়াড় খুঁজে দল গোছানোটাও একেবারে সহজ হবে না অস্কারের পক্ষে। তবে বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, বিষ্ণুকে দলে রেখে দিতে একেবারে আমরণ চেষ্টা করবেন ইস্টবেঙ্গল কর্তারা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |