বাবা প্রাক্তন সেনাকর্মী, ছেলে NDA পরীক্ষায় ভারত সেরা! যুদ্ধবিমান চালাবেন বোলপুরের ইমন

Published:

Iman Ghosh tops NDA
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ফাইটার জেট চালানো। আর এই সেই ছেলেটি এখন গোটা দেশের গর্ব। হ্যাঁ, আমরা বলছি ইমন ঘোষের (Iman Ghosh) কথা। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (NDA)-2, 2024 পরীক্ষায় সারা ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ইমন। আর অবশেষে তার সেই ছোটবেলার স্বপ্ন পূরণ হওয়ার পথে।

বাংলার মাটি থেকেই সাফল্যের সর্বোচ্চ চূড়ায়

বীরভূম জেলার বোলপুরের ছেলে ইমন। এক সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলেটি আজ গোটা দেশের অনুপ্রেরণা। তার বাবা উজ্জ্বল কুমার ঘোষ, যিনি একজন অবসরপ্রাপ্ত হাবিলদার। দীর্ঘদিন ধরে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োজিত ছিলেন তিনি। তার মা গার্গী ঘোষ, যিনি একজন গৃহবধূ। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ছোটবেলা থেকেই। আর সেই ছোটবেলার আশা বুকে বেঁধে রেখেই ইমন ফ্লাইং অফিসার হওয়ার স্বপ্নে দিন গুনছিলেন।

সাইনিক স্কুল থেকে RIMC

ইমন নিজের লক্ষ্য পূরণের জন্য প্রথমে ভর্তি হয়েছিল হরিয়ানার সাইনিক স্কুল কুঞ্জপুরায়। সেখান থেকেই তার প্রতিরক্ষা জীবনের পথ চলা শুরু। এরপর তিনি সুযোগ পান ভারতের প্রতিরক্ষা খাত প্রতিষ্ঠান RIMC – রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ, দেরাদুনে। সেখানে কঠোর নিয়ম কানুন এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে ধাপে ধাপে গড়ে তোলে ইমন।

NDA পরীক্ষায় অল ইন্ডিয়ায় প্রথম স্থান…

প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে পরিচালিত NDA পরীক্ষায় ইমন এবার ১৮০০ নম্বরের মধ্যে ১০৮৪ নম্বর পেয়েছে। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। এমনকি সে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আর এই পরীক্ষায় প্রতিবার হাজার হাজার মেধাবী ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। কিন্তু তাদের মধ্যে ইমন নিজের যোগ্যতা দিয়ে সবাইকে ছাড়িয়ে উঠে এসেছে টপে। তার এখন একটাই লক্ষ্য- ভারতীয় বায়ু সেনার ফ্লাইং অফিসার হিসাবে দেশের আকাশে দেশের পতাকা নিয়ে উড়বে।

আরও পড়ুনঃ সোনার দামের সাথে বাড়ল মধ্যবিত্তদের চিন্তাও! স্বস্তি রুপোতে, আজকের রেট

ইমনের কৃতিত্ব খুশী গোটা বোলপুর সহ বাংলা

ইমনারে সাফল্যে খুশির হাওয়া বইছে বোলপুর সহ গোটা বাংলায়। বোলপুরের মানুষের মুখে এখন শুধু একটাই নাম ইমন ঘোষ। সাধারণ এক পরিবার, নিজের অধ্যবসায় ও কঠোর পরিশ্রম, এই তিন মিলিয়েই তার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। ইমনের এই জীবন লড়াইয়ের কাহিনী, শুধু সাফল্যের গল্প নয়, বরং হাজার হাজার ছেলে মেয়ের কাছে অনুপ্রেরণা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join