সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian Economy) মাপকাঠিতেও বিশ্বের শীর্ষ তালিকায় নিজেদের স্থান শক্তপোক্ত করে রেখেছে। চলতি বছরের শেষে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। আর তার পরের বছর নাকি জার্মানি ও জাপানকে টপকে তৃতীয় স্থানে উঠে আসবে। হ্যাঁ, এমনটাই দাবি করে বসলেন নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যন।
তিন বছরেই তৃতীয়, ২০৪৭-এ দ্বিতীয়
সুব্রহ্মণ্যনের কথায়, এই মুহূর্তে ভারত বিশ্বাস পঞ্চম বৃহত্তম অর্থনীতি। চলতি বছরের শেষেই ভারত চতুর্থ স্থানে পৌঁছে যাবে। আর ঠিক তার পরের বছর অর্থাৎ, আগামী তিন বছরের মধ্যেই জার্মানি ও জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির তকমা অর্জন করবে ভারত।
আন্তর্জাতিক অর্থ ভান্ডারের (IMF) হিসাব বলছে, বর্তমানে ভারতের অর্থনীতির আকার প্রায় ৪.৩ লক্ষ কোটি মার্কিন ডলার। তবে নীতি আয়োগের প্রধানের দাবি অনুযায়ী, ২০৪৭ সালের মধ্যে সেই আকার পৌঁছে যাবে ৩০ লক্ষ কোটি মার্কিন ডলারে। অর্থাৎ, বর্তমানের তুলনায় প্রায় ৭.৫ গুণ বড় হবে দেশের অর্থনীতির আকার।
শিক্ষা তালুক গড়ার সুযোগ ভারতীয়দের হাতেই…
এই বিরাট অর্থনৈতিক অগ্রগতীর মাঝে মানবসম্পদের বিকাশ এবং শিক্ষাক্ষেত্রকে আরো এগিয়ে নিয়ে যেতে মরিয়া সুব্রহ্মণ্যন। তার বক্তব্য, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এই সম্পদকে ব্যবহার করে বিশ্বের বৃহৎ শিক্ষা তালুক হিসেবে উঠে আসার বিরাট সুযোগ রয়েছে আমাদের হাতে।
আরও পড়ুনঃ পাল্টা জবাব? ভারতকে দেওয়া সবরকম সুবিধা বাতিল করতে চলেছে বাংলাদেশ!
বিশ্বের জনশক্তির জোগানদার এখন ভারতই
বিশ্বের বহু দেশ এখন জনসংখ্যা হ্রাসের রোগে ভুগছে। জাপানের মত উন্নত দেশ ইতিমধ্যেই ১৫০০০ ভারতীয় নার্স নিয়োগ করেছে। জার্মানি তো ২০০০০ ভারতীয় স্বাস্থ্যকর্মী নিয়োগ করে বসে রয়েছে। সুব্রহ্মণ্যন জানান, পরিবার ব্যবস্থার ভাঙ্গনের ফলে এই দেশগুলোর মানব সম্পদেরও ঘাটতি দেখা যাচ্ছে। আর এই অবস্থায় ভারতের যুবসমাজ এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী বিশ্বের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |