সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের নাম করা বেসরকারি ব্যাংক IDFC First Bank-র উপর এবার বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। হ্যাঁ, জমা অ্যাকাউন্ট খোলার জন্য কেওয়াইসি নিয়ম লঙ্ঘনের কারণেই ব্যাংকটির ওপর ৩৮.৭ লক্ষ টাকা জরিমানা করেছে আরবিআই। এই তথ্য প্রকাশিত হয়েছে IDFC First Bank-র এক এক্সচেঞ্জ ফাইলিং-এ। সূত্র মারফত জানা গিয়েছে, ১৭ই এপ্রিল, ২০২৫ আরবিআই ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জরিমানার সিদ্ধান্ত সম্পর্কে জানায়।
কী ভুল করেছিল ব্যাঙ্কটি?
আরবিআই এর তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, IDFC First Bank কারেন্ট অ্যাকাউন্ট খোলার সময় কেওয়াইসির নিয়ম মানেনি। কেওয়াইসি মানে নতুন গ্রাহকের তথ্য সংগ্রহ করা। আর এর জন্য যে সমস্ত তথ্য জমা রাখতে হয়, তা হল – পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, মোবাইল নম্বর ইত্যাদি। আর সেগুলিতে গাফিলতি করেছে বলেই অভিযোগ উঠছে। আর এই নিয়ম ভাঙার ফলে আরবিআই IDFC First Bank-র উপর বড়সড় জরিমানা চাপিয়ে দিয়েছে।
IDFC First Bank-এ প্রতিক্রিয়া
এই জরিমানা প্রসঙ্গে ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, আমরা নিজেরাই অভ্যন্তরীণ পর্যালোচনা করেছি এবং ইতিমধ্যে কেওয়াইসি প্রক্রিয়াগুলির সংশোধনী পদক্ষেপ গ্রহণ করেছি। এতে আমাদের ব্যাংকের দৈনন্দিন লেনদেন এবং পরিষেবায় কোন বড় প্রভাব পড়বে না। ব্যাঙ্ক এও জানিয়েছে, এটি শুধুমাত্র একটি রেগুলেটারি ইস্যু এবং তা সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
বর্তমানে ব্যাঙ্কের আর্থিক অবস্থার হালচাল
এই জরিমানার খবর পেয়ে অনেকে হয়তো ভাবতে পারেন যে, ব্যাঙ্কের আর্থিক অবস্থা দুর্বল হতে চলেছে। কিন্তু IDFC First Bank-র সিইও জানিয়েছেন, আগামী চার বছরের মধ্যে ব্যাঙ্কের ব্যালেন্স সিট দ্বিগুণ হবে। আর এই মন্তব্যের পিছনে রয়েছে বিরাট আর্থিক শক্তি। সূত্র বলছে, ইতিমধ্যেই ব্যাংকটি ৭৫০০ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে।
আরও পড়ুনঃ KKR-র ম্যাচের আগেই গুজরাতে তুখড় অলরাউন্ডার! চাপ বাড়বে রাহানেদের?
এমনকি এই অর্থ ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিওকে ১৬.৫% থেকে বাড়িয়ে ১৯%-এ নিয়ে যাবে বলেই আশা করা যাচ্ছে। তবে ব্যাঙ্কের ভবিষ্যৎ কোন দিকে গড়ায় সেটা সময়ই বলে দেবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |