প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল বিকেলে ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছিল কলকাতার আকাশ। রীতিমত কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছিল। তেমনই বৃষ্টিও পাল্লা দিয়ে শুরু হয়েছিল। আর সেই সময় হঠাৎ করেই রাজনৈতিক মহলে ভেসে ওঠে বিয়ের সানাই। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে আজ সন্ধেয় নাকি বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। যদিও খবরটা প্রথমে শুনেই অনেকে ভেবেছিলেন যে গুজব, কিন্তু পরে খোঁজ নিয়ে জানা গেল সবটাই সত্যি।
বিয়ের আনন্দের মাঝে সাপের দর্শন
পরের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের মেজাজে এবার বিয়ের আনন্দে মেতে উঠলেন ৬১ বছরের বিজেপি নেতা দিলীপ ঘোষ। অবশেষে সাংসারিক জীবনে পা দিতে চলেছেন তিনি। যদিও পাত্রী নিজের দলেরই লোক। জানা গিয়েছে আজ বিজেপি-র মহিলা মোর্চার নেত্রী ৫১ বছরের রিঙ্কু মজুমদারের সঙ্গে চারহাত এক হচ্ছে তাঁর। রিঙ্কু দেবী বিবাহবিচ্ছিন্না, তাঁর এক পুত্র রয়েছেন। ছেলের অনুমতি নিয়েই বিয়েতে বসছেন রিঙ্কু। অন্য দিকে মায়ের ইচ্ছেকে সম্মান জানিয়ে অবশেষে দিলীপও বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। কিন্তু বিয়ের দিন সকালে ঘটল ভয়ংকর ঘটনা। সাপের দেখা মিলল দিলীপের বাড়িতে।
বিয়ের তোড়জোড় দিলীপের বাড়িতে
আর পাঁচটা বিয়েবাড়ির মত ঘটা করে অনুষ্ঠান নয় ছোটো ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই আয়োজন হতে চলেছে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিয়ের। বাড়িতেই ছোট করে ঘরোয়া অনুষ্ঠান হবে। সন্ধেবেলায় হবে রেজিস্ট্রি। নিউটাউনের বাড়িতে সকাল সকাল সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়-সহ একাধিক নেতাকর্মী হাজির। যখন অনুষ্ঠানের ব্যাস্ততা তুঙ্গে ঠিক তখনই হঠাৎ আতঙ্ক। বাড়িতে ঢুকে পড়েছে সাপ। বিষয়টা সকলের নজরে পড়তেই আতঙ্কে ছুটোছুটি শুরু করেন সকলে। যদিও সাময়িক আতঙ্ক জাগলেও সাপটিকে উদ্ধার করে পাশের একটি ঘেরা জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে বিয়েবাড়িতে সাপের দেখা পাওয়ায় অনেকের মনে অশনি সঙ্কেত দেখা গিয়েছে।
আরও পড়ুনঃ গর্বের খবর! ইউনেস্কোর রেজিস্টারে স্বীকৃতি পেল ভারতীয় ধর্মগ্রন্থ গীতা ও নাট্যশাস্ত্র
এদিকে বাস্তু শাস্ত্রে বলা হয়েছে যে, ঘরে যদি কালো সাপ ঢোকে তাহলে সেটি সাংসারিক জীবনে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভগবান শিবের আশীর্বাদ নাকি সর্বদা সংসারে বিরাজমান থাকে। এমনকি সংসারের নানা আর্থিক সঙ্কটও দূর হয়। এমনকি জ্যোতিষীদের অনেকেই মনে করেন ঘরে সাপ ঢুকলে নাকি দম্পতিদের মধ্যে প্রেম ও স্নেহ বৃদ্ধি পায়। অন্যদিকে আজ সকালে বিয়ে নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, “এ জীবনে সব করেছি, শুধু একটা কাজই বাকি ছিল। মা বরাবর বিয়ের জন্য বলতেন। মায়ের কথাতেই অবশেষে সিদ্ধান্ত নিলাম।”
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |