দিলীপ ঘোষের বিয়ের খবর আসতেই ইকো পার্কে ‘গণ মর্নিং ওয়াক কর্মসূচি’, যাচ্ছে কারা?

Published:

dilip ghosh marriage 1
Follow

সহেলি মিত্র, কলকাতা: বর্তমান সময়ে বাংলা রাজ্য রাজনীতিতে একটি বিষয় হট টপিক হয়ে উঠেছে। আর সেটা হল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলার প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Marriage)। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। পাত্রী আবার দলেরই একজন, নাম হল রিঙ্কু মজুমদার। ৪৭ বছর বয়সী রিঙ্কু ২০১৩ সাল থেকে বিজেপি দলের সঙ্গে যুক্ত রয়েছেন। আজ শুক্রবার দুজনে একে অপরকে বিয়ে করতে চেয়েছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বাংলায়। অনেকেই আছেন যারা সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে খিল্লি করছেন, তো আবার অনেকেই আছেন যারা হবু দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। এসবের মাঝেই এবার ফেসবুকে একটি পোস্টকে ঘিরে আরও শোরগোলের মাত্রা যেন বেড়ে গিয়েছে। ইকো পার্কে নাকি আয়োজিত হতে চলেছে ‘সিঙ্গলদের গণ মর্নিং ওয়াক’ কর্মসূচি। আর ছবি দেওয়া রয়েছে দিলীপ ঘোষের।

ইকো পার্কে ‘গণ মর্নিং ওয়াক’ কর্মসূচি!

এই ইকো পার্কের সঙ্গে দিলীপ ঘোষের জীবন যেন অনেকখানি জুড়ে রয়েছে! কারণ মর্নিংওয়াক করতে এখানেই আসতেন দিলীপ ঘোষ। আবার রিংকু মজুমদারের কথায় এই ইকো পার্কেই দুজনের একে অপরের সঙ্গে দেখা হয়েছিল গত ২০২১ সালে বিধানসভা ভোটের ঠিক আগেই। যাইহোক, এবার এই ইকো পার্কেই ‘সিঙ্গলদের গণ মর্নিং ওয়াক’ কর্মসূচি হতে চলেছে বলে ফেসবুকে একটি পোস্ট ব্যাপক ভাইরাল হচ্ছে। আগামী রবিবার সকাল ৫টায় সকলকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পোস্টে আবার অনেকে এখনো অবধি ৬০০-র উপরে মানুষ যাবেন বলে পোস্টও করেছেন। যদিও এর সত্যতা যাচাই করেনি Indiahood.in.

dilip ghosh marriage

বিয়ে নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?

মায়ের ইচ্ছাতে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘আমার মা আমাকে বিয়ে করতে দেখতে চেয়েছিলেন, তাই তার ইচ্ছাকে সম্মান জানাতে, আমি বিয়ে করছি। আমি আগের মতোই সক্রিয় রাজনীতিতে থাকব। আমার ব্যক্তিগত জীবন আমার রাজনৈতিক কাজের উপর কোনও প্রভাব ফেলবে না।’

আরও পড়ুনঃ বউ ঢোকার আগেই দিলীপের বাড়িতে ঢুকল সাপ! বিয়ে শুরুর আগেই তুলকালাম কাণ্ড

এদিকে দিলীপ ঘোষ অবিবাহিত হলেও, রিঙ্কু মজুমদারের এটা কিন্তু দ্বিতীয় বিয়ে এবং তার একটি ছেলেও রয়েছে। জানা যায় যে রিঙ্কু মজুমদার বিজেপির মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার মধ্যে রয়েছে মহিলা মোর্চা (মহিলা শাখা), ওবিসি ফ্রন্ট। রিঙ্কু আগেও বিয়ে করেছিলেন এবং তার একটি ছেলে রয়েছে যে কলকাতার সল্টলেকের একটি আইটি ফার্মে কাজ করে। গত ৩ এপ্রিল ইডেন গার্ডেনে দিলীপ ঘোষকে রিঙ্কুরসঙ্গে দেখা যায়। এরপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও তীব্র হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join