বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স মাত্র 17 মাস(17 Months Old Baby)। আর এই নামমাত্র বয়সেই সে 214 কোটিরও বেশি টাকা কামিয়েছে। হ্যাঁ, ভারতের 17 মাস বয়সি এই শিশু পৃথিবীর আলো দেখার পর থেকেই অর্থ উপার্জন করা শুরু করে দিয়েছিল! ভিমড়ি খেলেন? এও আবার সম্ভব নাকি? জানলে অবাক হবেন, বর্তমানে ওই শিশুর নিজস্ব সম্পদের পরিমাণ 214 কোটিরও বেশি। কীভাবে? চলুন বাস্তবের মাটিতে পা রেখে জেনে নিই গোটা ঘটনা।
কীভাবে 17 মাসে কোটি টাকা উপার্জন করল ওই শিশু?
মাত্র 17 মাস বয়সে সে যে 214 কোটি টাকা রোজগার করেছে এ কথা একেবারে মিথ্যা নয়! তবে বিষয়টা খানিকটা ভিন্ন। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই শিশু আসলে ভারতের অন্যতম বৃহৎ শিল্পপতি তথা বহুজাতিক সংস্থা ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ন মূর্তির নাতি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ইনফোসিসের চতুর্থ ত্রৈমাসিকের ফল বেড়ায়, আর সেখানেই সংস্থার লভ্যাংশ ঘোষণা করেন ডিরেক্টররা। সূত্র বলছে, সেই লাভের অঙ্ক থেকে 3.3 কোটি টাকা পেয়েছে ওই নবজাত। ফলত, স্বাভাবিকভাবেই সেই অর্থকে তাঁর অর্জিত অর্থ অর্থাৎ রোজগারের কড়ি হিসেবে দাবি করা হচ্ছে।
নাতির নামে প্রচুর শেয়ার রেখেছেন দাদু নারায়ণ মূর্ত!
বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদ প্রতিবেদন যা জানাচ্ছে, নাতি একাগ্র রোহন মূর্তির নামে বর্তমানে ইনফোসিসের 15 লক্ষ শেয়ার রেখেছেন দাদু নারায়ণ। হিসেব অনুযায়ী, শিশুটি বর্তমানে কোম্পানির 0.04 শতাংশের শেয়ার হোল্ডার। সূত্রের খবর, এই শেয়ারগুলি মূলত দাদু নারায়ণ মূর্তি মাত্র চার মাস বয়সেই নাতি একাগ্রকে উপহার হিসেবে দিয়েছিলেন। জানিয়ে রাখি, গত বছর অর্থাৎ 2024 সালের মার্চ মাসে নাতিকে উপহার হিসেবে দেওয়া শেয়ারের মূল্য ছিল 240 কোটি টাকা। তবে বর্তমানে সেই শেয়ারের মূল্য কিছুটা কমে 214 কোটিতে দাঁড়িয়েছে।
মোট কত টাকা লাভ হয়েছে ছোট্ট একাগ্রর?
সদ্য প্রকাশিত বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইনফোসিস তাদের ত্রৈমাসিক ফলাফলের প্রতি শেয়ারে 22 টাকা অন্তরবর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। সেই হিসেবে নাকি একাগ্রর 15 লক্ষ শেয়ার অনুযায়ী এবছর তার লাভ হয়েছে 3.3 কোটি টাকা। যার দরুণ বর্তমানে তার মোট লাভের অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে 10.65 কোটি টাকায়।
অবশ্যই পড়ুন: বিশ্বের সবথেকে ঘৃণিত দেশের তালিকায় ১ নম্বরে চিন, ভারতের অবস্থান জানলে লজ্জা পাবেন
উল্লেখ্য, ছোট্ট একাগ্রার পাশাপাশি নারায়ণ মূর্তির বাড়ির বাকি সদস্যেরাও সংস্থার লভ্যাংশের মোটা অঙ্ক পাবেন। সূত্রের খবর, সংস্থার লাভের অঙ্ক থেকে অতিরিক্ত অর্থ হিসেবে নারায়ণ মূর্তি নিজেই 33.3 কোটি টাকার পেতে চলেছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |