বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু ভারতকে সবচেয়ে দ্রুতগতির ট্রেন উপহার দিতে চলেছে জাপান। এখনও পর্যন্ত যা খবর, সেমি বুলেট ট্রেনের(Bullet Train) পর এবার বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বুলেট ট্রেন ‘শিনকানসেন’ উপহার পাচ্ছে দিল্লি।
উপহারের কথা ঘোষণা করেছে জাপান
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্প্রতি ভারতকে E5 ও E3 সিরিজের শিনকানসেন বুলেট ট্রেন উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে জাপান। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে আগামী 2027 সাল নাগাদ ভারতীয় রেল ট্র্যাকে ছুটবে এই দ্রুতগতির শিনকানসেন।
করিডোর তৈরির কাজ চলছে জোর কদমে
জানা যাচ্ছে, জাপানের তরফে উপহার হিসেবে পাওয়া দুই সিরিজের বুলেট ট্রেন চালানোর জন্য ইতিমধ্যেই মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত রেল করিডোর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। সূত্র বলছে, ওই রেল করিডোর পরীক্ষা করে দেখবার জন্যই E5 ও E3 সিরিজের দুটি শিনকানসেন বুলেট ট্রেন উপহার দিচ্ছে জাপান।
কবে নাগাদ ভারতে আসবে ট্রেন?
জাপানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, বন্ধু ভারতের উদ্দেশ্যে দুটি উচ্চগতির বুলেট ট্রেন পাঠানোর প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, সব ঠিক থাকলে 2026 সালের শুরুর দিকেই ভারতে এসে পৌঁছবে শিনকানসেন।
অবশ্যই পড়ুন: পিভি বিষ্ণুর পর নর্থইস্টের তুরুপের তাসের ওপর নজর মোহনবাগানের
উল্লেখ্য, শিনকানসেনের E10 সিরিজের ট্রেনটি জাপানের সবচেয়ে আধুনিক ট্রেন। তবে সেটি খুব সম্ভবত 2030 সালে চালু হওয়ার কথা। যদিও সেই ট্রেন প্রস্তুত করার আগে E5 ও E3 ট্রেন দুটির ট্রায়াল করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। যদিও জাপানের রেলওয়ে সূত্রে খবর, সেদেশে E5 সিরিজের বুলেট ট্রেনটিও যথেষ্ট জনপ্রিয় ও আধুনিক।
জানা গিয়েছে, এই ট্রেনের সর্বোচ্চ গতি 320 কিলোমিটার প্রতি ঘন্টা। আর সেই কারণেই ভারতের বুলেট ট্রেন প্রকল্পের পরীক্ষামূলক কাজের জন্য এই ট্রেন বেছে নিয়েছে কেন্দ্র। বলা বাহুল্য, জাপানের E10 সিরিজের বুলেট ট্রেনটির গতি E5 সিরিজের তুলনায় অনেকটাই বেশি হবে। বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন মারফত খবর, Alfa-X নামক নতুন প্রজন্মের এই বুলেট ট্রেনটির সর্বোচ্চ গতি হতে পারে 400 কিলোমিটার প্রতি ঘন্টা।