গরমের ছুটিতে কম খরচে বৈষ্ণো দেবী যাওয়ার সুযোগ, দুর্দান্ত প্যাকেজ IRCTC-র

Published on:

irctc vaishno devi tour

সহেলি মিত্র, কলকাতা: গরমে প্রাণ ওষ্ঠাগত? কম খরচে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা? তাহলে IRCTC আপনার জন্য এনেছে এক দুর্দান্ত প্যাকেজ। এমনিতে আইআরসিটিসির তরফে সময়ে সময়ে ভ্রমণপিপাসুদের জন্য দেশ, বিদেশে ভ্রমণের জন্য নানা রকম প্যাকেজ নিয়ে আসে। যেটায় খাওয়া-দাওয়া, থাকা, সাইটসিইঙ্গ সব থাকে। এই প্যাকেজগুলি অনেকেই আছেন যারা খুব পছন্দ করেন। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার ভ্রমণপিপাসুদের দারুণ একটা ট্যুর প্যাকেজ আনল আইআরসিটিসি, তাও কিনা বৈষ্ণো দেবীর জন্য।

IRCTC- র সঙ্গে ঘুরে আসুন বৈষ্ণো দেবী

প্যাকেজটির নাম হল MATA VAISHNO DEVI EX VARANASI এতে আপনি থাকা খাওয়া, সেইসঙ্গে থাকারও ব্যবস্থা পেয়ে যাবেন। ট্যুর প্যাকেজ কোড হল NLR022। প্যাকেজের আওতায় আপনাকে ৪ রাত ৫ দিনের জন্য একটি ভ্রমণে নিয়ে যাওয়া হবে। এটি আইআরসিটিসি-র একটি ট্রেন ট্যুর প্যাকেজ। নিশ্চয়ই ভাবছেন কে ট্রিপটি কবে থেকে শুরু হচ্ছে?

এই ট্যুর প্যাকেজটি শুরু হচ্ছে জৌনপুর জং, লখনউ, নিহালগড়, শাহজাহানপুর, সুলতানপুর, বারাণসী থেকে। আপনি যদি IRCTC-এর এই ট্যুর এবং ভাড়া সম্পর্কে আরও তথ্য জানতে চান, তাহলে https://www.irctctourism.com/pacakage_description?packageCode=NLR022 লিংকে গিয়ে বিশদে জেনে নিতে পারবেন । আপনি এই ওয়েবসাইটে গিয়েও এই ট্যুর প্যাকেজটি বুক করতে পারেন।

আরও পড়ুনঃ ২০২৫-এ কোটিপতি হবেন এরা! ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার, লিস্টে আপনার রাশি আছে?

বৈষ্ণো দেবী মন্দির দর্শন

মাতা বৈষ্ণো দেবী মন্দিরের প্রতি বিশ্বজুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের আলাদা বিশ্বাস রয়েছে। মাতা বৈষ্ণো দেবী মন্দিরে যাত্রা দেশের সবচেয়ে পবিত্র এবং কঠিন তীর্থস্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এর বড় কারণ হল দেবীর দরবার জম্মু ও কাশ্মীরের ত্রিকুটা পর্বতের একটি গুহায় অবস্থিত, যেখানে পৌঁছানোর জন্য ১৩ কিলোমিটার কঠিন দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করতে হয়।

সঙ্গে থাকুন ➥