১লা মে থেকে FASTag বন্ধ নয়, জানাল সরকার! রয়েছে অন্য প্ল্যান

Published on:

Toll Plaza

সৌভিক মুখার্জী, কলকাতা: গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং কিছু সংবাদমাধ্যমে গুজব রটিয়েছিল যে, আগামী ১লা মে থেকে নাকি ভারতের সমস্ত টোল প্লাজায় (Toll Plaza)  স্যাটেলাইট সিস্টেম চালু করা হচ্ছে, আর বন্ধ হতে বসেছে বর্তমানের FASTag টোল ব্যবস্থা। আর এই খবরে রাতারাতি ভিমড়ি খেয়েছিল সাধারণ মানুষ। কিন্তু এবার কেন্দ্র সরকার এই জল্পনার ইতি টেনেছে। হ্যাঁ, কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ধরনের কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি। 

১লা মে থেকে স্যাটেলাইট টোল চালু হচ্ছে না…

কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্যাটেলাইট ভিত্তিক টোলিং সিস্টেম চালু করার কোন সিদ্ধান্ত কেন্দ্রের তরফ থেকে নেওয়া হয়নি। বরং, নতুন একটি পাইলট প্রজেক্ট শুরু করা হচ্ছে দেশের কয়েকটি নির্দিষ্ট টোল প্লাজায়। আর সেখানে থাকবে ANPR-FASTag  টেকনোলজি।

কী কী থাকছে এই নতুন টোল ব্যবস্থায়?

সূত্র বলছে, এই নতুন সিস্টেমের নাম ANPR-FASTag। এতে দুটি প্রযুক্তি থাকছে। প্রথমত ANPR ক্যামেরা থাকবে, যার সাহায্যে গাড়ির নম্বর স্ক্যান করে গাড়ির পরিচয় জানা যাবে। আর দ্বিতীয়ত থাকবে FASTag, যা গাড়ির উইন্ডশিল্ডে লাগানো ট্যাগ থেকে রেডিও সিগন্যালের মাধ্যমে টাকা কেটে নেবে।

আর এই দুই প্রযুক্তির সমন্বয়ে এমন একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে, যাতে গাড়িকেও থামতে হবে না, বরং টোল অটোমেটিক কাটা হয়ে যাবে। আর এতে যানজটেও কোনোরকম সমস্যা হবে না। 

ক্যামেরা এবং স্ক্যানার মিলেই চালু করছে হাই-টেক টোলিং

এই পাইলট প্রজেক্টে রাস্তায় কিছু নির্দিষ্ট টোল প্লাজায় অত্যাধুনিক ক্যামেরা এবং স্ক্যানার বসানো হবে বলে জানা যাচ্ছে। ক্যামেরা স্ক্যান করবে গাড়ির নম্বর প্লেট, আর স্ক্যানার স্ক্যান করবে FASTag ট্যাগ। আর যদি কেউ টোল না দেয়, তবে তার বিরুদ্ধে নোটিশ পাঠানো হবে। এমনকি FASTag ব্লক করে জরিমানাও কাটা হতে পারে।

এখন ভারতে কতগুলি টোল প্লাজা রয়েছে?

হিসাব বলছে, বর্তমানে গোটা ভারতের জাতীয় সড়কের উপর মোট ৮৫৫টি টোল প্লাজা রয়েছে। আর এর মধ্যে ৬৭৫টি সরকারের পরিচালনায় চলে এবং ১৫০টির বেশি বেসরকারি কোম্পানির হাঁটে। সম্প্রতি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া টোল ট্যাক্সে ৪.৫% বাড়তি হার যুক্ত করেছে।

আরও পড়ুনঃ EPFO নিয়ে মাস্টার প্ল্যান, বদলে যাবে কর্মী থেকে পেনশনভোগীদের জীবন

তাই যারা ভেবেছিলেন যে, FASTag বন্ধ হয়ে যাচ্ছে, তাদের জন্য স্বস্তির খবর। এখনই দেশে কোনো স্যাটেলাইট টোল প্লাজা চালু হচ্ছে না, আর FASTag-ও বন্ধ হচ্ছে না। তবে ভবিষ্যতের উন্নতির জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে।

সঙ্গে থাকুন ➥