সহেলি মিত্র, কলকাতা: এবার বিরাট মাস্টারস্ট্রোক দিল ইপিএফও (EPFO)। এবার ইপিএফও-র তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে যার দরুন উপকৃত হবেন কয়েক কোটি সদস্য। EPFO বা কর্মচারী ভবিষ্যনিধি সংস্থাতে শীঘ্রই বড় ধরনের ডিজিটাল পরিবর্তন দেখা যাবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন যে নতুন আইটি প্ল্যাটফর্ম – EPFO 3.0 ২০২৫ সালের মে-জুন মাসে চালু হবে। এর মাধ্যমে, EPFO-এর সঙ্গে যুক্ত ৯ কোটিরও বেশি সদস্য দ্রুত, সহজ এবং কাগজবিহীন পরিষেবা পাবেন। এর পাশাপাশি, এটিএম থেকে টাকা তোলার মতো সুবিধাও বাস্তবায়িত হবে।
এবার এটিএম থেকে তোলা যাবে পিএফের টাকা
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, EPFO 3.0 এর মাধ্যমে, অ্যাকাউন্টধারীরা এটিএমের মাধ্যমে EPF টাকা তুলতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছে বলেন, “ইপিএফও শীঘ্রই ৩.০ সংস্করণ বাস্তবায়ন করবে, যা একটি শক্তিশালী আইটি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। এটি স্বয়ংক্রিয় দাবি নিষ্পত্তি, ডিজিটাল সংশোধন এবং এটিএম-ভিত্তিক টাকা তোলার মতো পরিষেবা প্রদান করবে। এই পরিবর্তন ইপিএফওকে আরও সহজলভ্য এবং দক্ষ করে তুলবে সকলের কাছে।”
নতুন ব্যবস্থার অধীনে, লম্বা ফর্ম পূরণ করতে হবে না বা অফিসে ছোটাছুটি করতে হবে না। ব্যবহারকারীরা কেবল OTP যাচাইয়ের মাধ্যমে তাদের EPFO অ্যাকাউন্টে পরিবর্তন করতে, পেনশনের বিবরণ দেখতে এবং টাকা তুলতে সক্ষম হবেন। মনসুখ মাণ্ডব্য বলেন, দাবি নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুততর হওয়ার কারণে, টাকা দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বর্তমানে, EPFO-এর তহবিল ২৭ লক্ষ কোটি টাকা এবং এটি ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে।
উপকৃত হবেন পেনশনপ্রাপকরাও
কেন্দ্রীভূত পেনশন প্রদান ব্যবস্থা ইতিমধ্যেই কার্যকর রয়েছে, যার ফলে ৭৮ লক্ষেরও বেশি পেনশনভোগী সারা দেশে যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে পেনশন পাচ্ছেন। আগে, পেনশন কেবল জোনাল ব্যাংকের অ্যাকাউন্টে পাওয়া যেত। এখন এই বাধ্যবাধকতার অবসান ঘটেছে।সরকার এখন অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনা এবং শ্রমিক জন ধন যোজনার মতো প্রকল্পগুলিকে একত্রিত করার কথাও বিবেচনা করছে। মান্ডভিয়া বলেন যে এটি সামাজিক সুরক্ষা কভারেজকে শক্তিশালী করবে এবং প্রকল্পগুলির সুবিধা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে।
আরও পড়ুনঃ অক্ষয় তৃতীয়ার আগে আকাশ ছোঁয়া সোনার দাম! কত যাচ্ছে রুপো? আজকের রেট
গিগ কর্মীদের জন্যও সামাজিক নিরাপত্তা
সরকার এখন গিগ এবং প্ল্যাটফর্ম কর্মীদের উপরও মনোযোগ দিচ্ছে, যাদের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। আগামী ৫ বছরে এটি দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে, ১৫ এপ্রিল, শ্রম মন্ত্রণালয় সুইগির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের অধীনে, সুইগির ডেলিভারি এবং লজিস্টিকস সম্পর্কিত চাকরিগুলি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস (এনসিএস) পোর্টালে তালিকাভুক্ত করা হবে, যার ফলে ১২ লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |