প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকেই বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে (Dilip Ghosh Marriage) উপলক্ষে নিউটাউনের থাকদাঁড়ি রোডের বাড়িতে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের যাতায়াতের শেষ ছিল না। দলের সহকর্মীরাও বাদ যায়নি। রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্য ছাড়াও দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে আসেন দিল্লির নেতারাও। তাঁদের সঙ্গে ছিল নানা উপহার। এরপর বিকেল গড়াতে দিলীপ ঘোষ যখন বিয়ের প্রস্তুতি সারছেন, তখন তাঁর বাড়িতে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। এছাড়া বিভিন্ন শিবিরের একাধিক নেতার শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু অজস্র শুভেচ্ছাবার্তার ভিড়ে নজরে এল না শুভেন্দু অধিকারীর শুভেচ্ছা বার্তা।
লোকসভা কেন্দ্রে মিষ্টি বিতরণ কীর্তি আজাদের
বিরোধী শিবির থেকেও এসেছে শুভেচ্ছাবার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের বিবাহ উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠানোর পাশাপাশি মিষ্টি এবং ফুলের তোড়া পাঠিয়েছিলেন। এমনকি গতবারের লোকসভা ভোটে দিলীপ ঘোষকে হারিয়ে সাংসদ হয়েছিলেন তৃণমূলের কীর্তি আজাদ। সেও দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে লোকসভা কেন্দ্রে মিষ্টি বিলি করেন। এবং আনন্দের সঙ্গে সবাইকে জানান – “মেরে ইয়ার কি শাদি হ্যায়…। ” কিন্তু সেখানে দাঁড়িয়ে কীভাবে একই দলের প্রার্থী হয়ে শুভেচ্ছা বার্তা দিলেন না শুভেন্দু অধিকারী তা নিয়ে নানা প্রশ্ন উঠে এল। আর এবার সেই নিয়েই মুখ খুললেন বিরোধী দলনেতা।
শুভেচ্ছা বার্তা নিয়ে কী বললেন শুভেন্দু?
এদিন দিলীপ ঘোষের বিবাহ উপলক্ষে জনপ্রিয় সংবাদ সংস্থা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করেছিল যে কেন তিনি দিলীপ বাবুকে শুভেচ্ছা বার্তা দেননি। জবাবে তিনি বলেন, “পার্টির তরফে তো জানিয়েছে, আমিও তো পার্টির একজন।” তারপরেই তিনি মুর্শিদাবাদ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের বিবাহ উপলক্ষে বলেন, “ দিলীপদার এবং তাঁর আগামী নববধূ যিনি আসছেন তাঁদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক। ভাল হোক।” এছাড়াও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের আগামী বিবাহিত জীবন নিয়ে শুভেচ্ছা জানায়। এবং তিনি এও বলেন যে আগামী দিনে দিলীপদা একটা বড় মানের ভোজের আয়োজন করবে।
আরও পড়ুনঃ ‘মানছি না ওয়াকফ আইন’, এবার ব্রিগেডে মহাসমাবেশের ডাক ফুরফুরা, AIMPLB-র
তবে শুধু শুভেন্দু অধিকারী নয়, দিনের শেষে বিজেপির দোর্দণ্ডপ্রতাপ নেতা দিলীপ ঘোষের বিয়েতে অনুপস্থিত ছিলেন অর্জুন সিং, তাপস রায়রাও। আসলে এঁরা সকলেই তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়েছে। এবং এঁরা ‘নব্য’ বিজেপি বলে পরিচিত। তার উপর এনাদের সঙ্গে কখনওই সংঘ থেকে উঠে আসা দিলীপ ঘোষের ভালো সাক্ষাৎকার হয়ে ওঠেনি। সেই কারণে দিলীপ এবং শুভেন্দু অধিকারীর দূরত্ব তো চিরকালই থেকে গেছে। তাইতো বিয়ের মতো এক শুভ অনুষ্ঠানেও সেই দূরত্ব ঘুচল না। যদিও দলের বাইরে এই ব্যাপারে কেউ মুখ খুলতে না চাইলেও দলের অন্দরে বেশ কথোপকথন চলছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |