Indiahood-nabobarsho

৫ বছরে মিলবে ২০ লাখ টাকা! মোটা সুদ দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম

Published on:

Post Office RD Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: নিন্মবিত্ত থেকে মধ্যবিত্ত, সবাই চায় নিরাপদে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে। কিন্তু অনেকেই সঠিক বিকল্প খুঁজে পায় না। কোথায় টাকা রাখলে টাকা থাকবে সুরক্ষিত, আর মোটা অঙ্কের রিটার্ন মিলবে, এই প্রশ্নের উত্তর অনেকেই জানে না। কিন্তু এখানেই ভরসা যোগাচ্ছে পোস্ট অফিসের আরডি স্কিম (Post Office RD Scheme)। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হ্যাঁ, ২০২৫ সালে দাঁড়িয়েও এই স্কিমটি ছোট সঞ্চয়কারীদের জন্য বিরাট লাভজনক অপশন। কেন্দ্র সরকারের পরিচালিত এই স্কিমে মাসে সামান্য কিছু টাকা জমা দিলেই আপনি সহজেই গড়ে তুলতে পারবেন মোটা অঙ্কের ফান্ড, যা আপনার ভবিষ্যতকে সুরক্ষিত করবে। তাই চলুন এই স্কিম সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিই।

কেন বেছে নেবেন পোস্ট অফিসের আরডি স্কিম?

প্রথমত পোস্ট অফিসের আরডি স্কিমটি ভারত সরকারের অধীনে চলে। তাই এখানে টাকার নিরাপত্তা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। দ্বিতীয়ত, এই স্কিম মাত্র ১০০ টাকা জমা দিয়েই শুরু করা যায়। তাই নিম্নবিত্ত মানুষদের জন্য এটি আশীর্বাদের তুল্য। সব থেকে বড় ব্যাপার, এই স্কিমে ৬.৭০% হারে সুদ দেওয়া হয়, যা সেভিংস অ্যাকাউন্টের তুলনায় অনেকটাই চড়া।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে জানিয়ে রাখি, এই স্কিমে বিনিয়োগের কোন ঊর্ধ্বসীমা নেই। আবার তিন বছর পর চাইলে আপনি আপনার বিনিযয়োগকৃত অর্থ তুলেও নিতে পারবেন। এছাড়া জরুরী প্রয়োজন হলে মোট জমার ৫০% পর্যন্ত ঋণ নেওয়ারও অনুমতি থাকে।

পাঁচ বছরে কত রিটার্ন পাবেন?

বেশ কিছু সূত্র বলছে, এই স্কিমটি মাসিক ভিত্তিতে সুদ কম্পাউন্ড করে। যদি প্রতি মাসে ১০০০ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনার পাঁচ বছরে মোট সুদ দাঁড়াবে ১১,৩৬৬ টাকা। সেক্ষেত্রে ম্যাচিউরিটি অ্যামাউন্ট পাবেন ৭১,৩৬৬ টাকা। একইভাবে ২০০০ টাকা ইনভেস্ট করলে মোট সুদ দাঁড়াবে ২২,৭৩২ টাকা। সেক্ষেত্রে ম্যাচিউরিটি অ্যামাউন্ট দাঁড়াবে ১,৪২,৭৩২ টাকা।

আর এই হিসাব ধরে মাসে ৩০০০ টাকা বিনিয়োগ করলে মোট সুদ দাঁড়াবে ৩৪,০৯৭ টাকা। সেক্ষেত্রে ম্যাচিউরিটি অ্যামাউন্ট হবে ২,১৪,০৯৭ টাকা এবং যদি কেউ মাসে ৫০০০ টাকা বিনিয়োগ করতে চান, তাহলে তার মোট সুদ দাঁড়াবে ৫৬,৮২৯ টাকা এবং ম্যাচিউরিটি অ্যামাউন্ট হবে ৩,৫৬,৮২৯ টাকা। তবে সব থেকে বড় ব্যাপার, দীর্ঘমেয়াদে যদি কেউ ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত জমা করতে পারেন, তাহলে পাঁচ বছর পর সেই মূলধন ১৮ থেকে ২৫ লক্ষ টাকায় পৌঁছাবে।

বিনিয়োগের আগে নিয়মগুলি অবশ্যই জেনে রাখুন..

এই স্কিমে বিনিয়োগ করার আগে অবশ্যই কিছু বিষয়ে মাথায় রাখা উচিত। প্রথমত, নূন্যতম ১০ বছর বয়স লাগবে এই স্কিমে বিনিয়োগ করতে। তবে সেক্ষেত্রে অভিভাবকের অনুমতি প্রয়োজন। জানিয়ে রাখি, তিন বছরের আগে এই স্কিমের অ্যাকাউন্ট কেউ বন্ধ করতে পারবে না। পাশাপাশি দেরিতে জমা দিলে নামমাত্র জরিমানা কাটা হয়। আর এখানে কর ছাড়ের সুবিধা নেই, কিন্তু টিডিএস কাটা হয় না।

কীভাবে খুলবেন পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্ট?

পোস্ট অফিসের এই স্কিমে যারা বিনিয়োগ করতে চান, তারা নিকটবর্তী কোন পোস্ট অফিসে গিয়ে অথবা অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। বলে রাখি ফর্ম পূরণ করে নূন্যতম ১০০ টাকা জমা দিতে হবে। আর সঙ্গে সঙ্গে হাতে পেয়ে যাবেন আপনার আরডি স্কিমের পাসবুক।

আরও পড়ুনঃ অক্ষয় তৃতীয়ার আগে আকাশ ছোঁয়া সোনার দাম! কত যাচ্ছে রুপো? আজকের রেট

তাই যারা স্বল্প বিনিয়োগে ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান, তারা অবশ্যই পোস্ট অফিসের এই আরডি স্কিমটিকে চোখ বন্ধ করে বেছে নিতে পারেন। যেখানে মিলছে সরকারের গ্যারান্টি, উচ্চ রিটার্ন এবং কম ঝুঁকিতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group