Indiahood-nabobarsho

দেবাংশুর বিরুদ্ধে মুসলিম বিরোধী মন্তব্যের অভিযোগ! পাল্টা দিলেন তৃণমূল নেতাও

Published on:

debangshu

প্রীতি পোদ্দার, কলকাতা: সংশোধনী ওয়াকফ আইন নিয়ে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্য জুড়ে। সেই অশান্তির আঁচে পুড়েছিল বাংলার একাধিক জায়গা। মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ, ধুলিয়ান-সহ একাধিক এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। অন্যদিকে আইএসএফের তরফ থেকে সংশোধনী ওয়াকফ আইন বিরোধিতা করার জন্য মিছিলের আয়োজন করেছিল। সেখানে ক্যানিং, বাসন্তী, মিনাখাঁ, হাড়োয়া, সন্দেশখালি থেকে অনেকেই যোগদান করেছিল। কিন্তু বাসন্তী হাইওয়েতে সেই মিছিল আটকে দেয় পুলিশ। এবং মিছিলে অংশগ্রহণকারীদের ওপর লাঠিচার্জ করা হয়। আর সেই নিয়ে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বিস্ফোরক মন্তব্য করেছিলেন। যা নিয়ে এবার অভিযোগ পত্র লিখলেন নওশাদ সিদ্দিকি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ নওশাদের

গতকাল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui) তৃণমূলের রাজ্য আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করায় একটি অভিযোগপত্র লিখেছিলেন। যেখানে তিনি জানিয়েছেন, “আমি আপনার দলের সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত দেবাংশু ভট্টাচার্যের একটি মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। গত ১৪ তারিখে কলকাতায় অসাংবিধানিক ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে কলকাতায় আইএসএফের একটি মিছিল ছিল। সেখানে যোগদানের জন্য ক্যানিং, বাসন্তী, মিনাখাঁ, হাড়োয়া, সন্দেশখালি থেকে যাঁরা যাচ্ছিলেন, তাদের বাসন্তী হাইওয়েতে পুলিশ নৃশংসভাবে লাঠিপেটা করে। আমি যতদূর জানি, আপনার দলও এই আইনের বিরোধিতা করছে, অথচ আমরা অবাক হয়ে দেখলাম যে দেবাংশু ভট্টাচার্য ঐ লাঠি চালনার ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মন্তব্য করেছেন “keep calm & ঠ্যাঙাও দাঙ্গাবাজ।”

দেবাংশুকে ক্ষমা চাইতে হবে, দাবি নওশাদের

সেই চিঠির মাধ্যমে আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকি আরও জানিয়েছেন যে “একটা কালা কানুনের বিরোধিতায় মানুষ যখন রাস্তা দিয়ে যাচ্ছে ও পুলিশের হাতে মার খাচ্ছে, সেই লাঠির আঘাতে কারুর মাথা ফেটে গেছে, কেউ রাস্তার পাশে খালে পড়ে গেছে, তখন আপনার দলের নেতার এহেন মন্তব্য আমাদের অবাক করেছে। তিনি কীভাবে নিরস্ত্র মানুষগুলিকে “দাঙ্গাবাজ” বলে দাগিয়ে দিচ্ছেন? তাঁর এই মন্তব্যেই মুসলিম বিদ্বেষী মনোভাব সুস্পষ্ট হচ্ছে। আর এই মন্তব্যের জন্য মুসলমান সমাজের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই দেবাংশু ভট্টাচার্যকে এই মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে ও এই মন্তব্য প্রত্যাহার করতে হবে। আমরা আশা করব, তৃণমূল কংগ্রেসও যেন দেবাংশু ভট্টাচার্যকে এই ধরণের পোস্ট করার জন্য তাঁর কাছে জবাবদিহি চায় এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মারফত সকলকে সেই ব্যাপারে যেন জানিয়ে দেয়।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পাল্টা জবাব দেবাংশুর

এদিকে নওশাদ সিদ্দিকির লেখা চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পাল্টা নওশাদ সিদ্দিকীকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, “মুসলিম সমাজ কাকে বলে জানেন ভাইজান? সেদিন যখন NRC-র ভয় দেখিয়ে কোটি কোটি মুসলমানকে দেশে কোণঠাসা করে রাখা হচ্ছিল, সেদিন দল তৈরি করেননি কেন? বাংলার বিধানসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে পার্টি তৈরি করেছিলেন কাদের ফান্ডিং ছিল ওই বিরাট বিরাট জনসভার পেছনে? মাসখানেক আগে যখন এক বৃদ্ধ মুসলমান চাচাকে মিথ্যা অপবাদে ট্রেনের মধ্যে আক্রমণ করা হল, তখন সত্য উন্মোচন করতে এই দেবাংশুকে ভিডিও বানাতে হয়েছিল কেন? কোথায় ছিলেন আপনি? কোথায় ছিল আপনার পার্টি? শেষ কবে মাইকের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে দাঙ্গাবাজ বলেছেন?”

আরও পড়ুনঃ BSF-র ক্যাম্পের জন্য নিজের ঘরও ছাড়তে রাজি! NCW-র কাছে কাতর আর্জি দুর্গতদের

এখানেই দেবাংশু ভট্টাচার্য চুপ থাকেননি। তিনি আরও বলেন যে, “একদম আমার মুখ খোলাবেন না। অনেক গুলো স্ক্রিনশট এখনও রাখা আছে। কার সাথে কী কী আলোচনা করেছেন মেসেজে এসব বেরিয়ে এলে আপনার পার্টির সমর্থকরাই আপনাকে ত্যাগ করবে। বিজেপি যেমন ভাবে সব হিন্দু বুঝি তার পকেটস্থ, আপনিও সেই একই ভ্রান্ত বৃত্তে পাক খাচ্ছেন! ভাঙরের আইএসএফের বাইরে বেরিয়ে একটু প্রকৃত, সাধারণ, খেটে খাওয়া মুসলমানদের সাথে মেলামেশা বাড়ান তাহলেই অনেক ভুল ভাঙবে। এবং সত্যিটা হজম করতে শিখুন।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group