প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৩ এপ্রিল রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। জেলায়-জেলায় হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছেন। যদিও সরকার তাঁদের পাশে থাকার বার্তা দিলেও আস্থা রাখতে পারছেন না চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাই শীর্ষ আদালতের নির্দেশের পরের দিন থেকেই জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি শুরু করে দেয়। আর এই বিক্ষোভ কর্মসূচির মাঝেই এবার নবান্ন অভিযান স্থগিত রাখা হল। বড় সিদ্ধান্ত হল চাকরিহারাদের ঐক্য মঞ্চ।
নবান্ন অভিযান বাতিল !
আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের তরফে। জানা গিয়েছিল এই কর্মসূচিতে যোগদান করবেন অভয়ার বাবা, মা। কিন্তু সেই অভিযানের মাত্র দু’দিন আগে নবান্ন অভিযান কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। তাঁদের তরফ থেকে ইতিমধ্যে পুলিশকে অভিযান স্থগিতের কথা জানানো হয়েছে। কিন্তু এই অভিযান স্থগিত রাখা নিয়ে রাজনৈতিক মহলে থেকে একাধিক প্রশ্ন উঠছে। কোন কারণে আচমকা নবান্ন অভিযান থেকে পিছু হটার সিদ্ধান্ত নিলেন চাকরিহারারা। আর এবার সেই প্রশ্নের উত্তরে স্পষ্ট জবাব দিল চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ।
কেন এই সিদ্ধান্ত?
সম্প্রতি চাকরিহারা ঐক্য মঞ্চ সংগঠনের তরফে জানানো হয়েছে যে, বিগত কয়েক দিনে বারবার চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন পুলিশ আধিকারিকরা। তাই সেই আবেদন মঞ্জুর করে গতকাল অর্থাৎ শুক্রবার ভবানী ভবন, লালবাজার এবং হাওড়া পুলিশ কমিশনারেটের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করে সংগঠনের প্রতিনিধিদের তরফ থেকে। সেই বৈঠকে পুলিশের শীর্ষকর্তারা আশ্বাস দিয়েছেন যে, যত দ্রুত সম্ভব তাঁদের সমস্যার সমাধান হয়, তাঁরা সেই চেষ্টা করবেন। মুখ্যসচিবের সঙ্গেও কথা বলার আশ্বাস দেন তাঁরা। তাই এই আশ্বাসবার্তা পাওয়ার পরই নবান্ন অভিযান আপাতত না করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন।
আরও পড়ুনঃ আর শুধু মহিলাদের জন্য রইবে না শিয়ালদা মাতৃভূমি লোকাল! বড় সিদ্ধান্ত পূর্ব রেলের
মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের আর্জি
মঞ্চের আহ্বায়ক আশিস ভট্টাচার্য বলেন, ‘‘পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বার বার বৈঠক হয়েছে। আমাদের বলা হয়েছে যে, আমাদের দাবি বিবেচনা করা হবে। তা ছাড়া নানা জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে। রাজ্যপাল সেখানে যাচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে। এ সব ভেবে আমরা নবান্ন অভিযান স্থগিত করলাম।’’ অন্যদিকে মঞ্চের আর এক নেতা দেবাশিস বিশ্বাস বলেন, ‘‘আমরা পুলিশকে জানিয়েছি যে আমরা মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসতে চাই। সেই বৈঠকে কোনও সমাধানসূত্র বেরিয়ে না এলে আমরা মাননীয়ার সঙ্গে বৈঠকে বসব। এইমুহুর্তে ২১ তারিখের নবান্ন অভিযান স্থগিত রাখা হয়েছে। তার মানে এই নয় যে আর হবে না!’’
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |