বিক্রম ব্যানার্জী, কলকাতা: খুদে পড়ুয়াদের সাথে মদের আসর বসিয়েছেন শিক্ষক। একেবারে বাবু হয়ে বসে চলছে দারু পার্টি! রঙচঙে খোলামেলা পোশাকে ক্লাসের মধ্যেই ছাত্রদের সাথে মদ ভাগাভাগি করছেন তিনি। কাপে সুরা ঢালতে ঢালতেই শিক্ষকের বক্তব্য, জল ছাড়া খাবি! জল মিশিয়ে নে! সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল(Viral) হয়েছে এমনই এক কুদৃশ্য। যা দেখে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে নেট নাগরিকদের।
কোথায় ঘটেছে এমন নক্কারজনক ঘটনা?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে, ক্লাসের মধ্যেই ছাত্রদের হাতে মদের কাপ তুলে দিতে দেখা গিয়েছে এক মধ্য বয়স্ক শিক্ষককে। সূত্রের খবর, ঘটনাটি মধ্যপ্রদেশের। সে রাজ্যের কাটনি জেলার একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন ওই ব্যক্তি। আর তাঁর বিরুদ্ধেই পড়ুয়াদের মদ্যপান করানোর বিরাট অভিযোগ উঠেছে। যা দৃশ্যতেও কার্যত স্পষ্ট!
খোঁজ নিয়ে জানা গেল, মধ্যপ্রদেশের ওই শিক্ষকের নাম লাল নবীন প্রতাপ সিং। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে প্রতাপ সিংকেই কাপে করে মদ বিলি করতে দেখা গিয়েছে। ভিডিওটিতে তাঁকে স্পষ্ট বলতে শোনা যায়, মদে জল মিশিয়ে নিস! যেই দৃশ্য ইতিমধ্যেই শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়।
मध्य प्रदेश : कटनी में शिक्षक ने बच्चों को पिलाई शराब
◆ आरोपी शिक्षक का नाम लाल नवीन प्रताप सिंह है
◆ जिला शिक्षा अधिकारी ने शिक्षक के निलंबन के आदेश जारी कर दिए हैं#Katni | Madhya Pradesh | Katni Teacher | Teacher | #Teacher pic.twitter.com/s4AksHqWAR
— News24 (@news24tvchannel) April 19, 2025
অবশ্যই পড়ুন: বন্ধ সুতো আমদানি! ভারতকে টাইট দিতে গিয়ে নতুন বিপদে বাংলাদেশ
শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, শিক্ষকের এমন নক্কারজনক ঘটনা জানাজানি হতেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন। সূত্রের খবর, ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আওয়াজ তুলেছিলেন স্বয়ং জেলাশাসক দিলীপ কুমার যাদব।
জানা গিয়েছে, ছাত্রদের মদ্যপান করিয়ে বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট, নিয়ম ভঙ্গ ও অন্যান্য অপরাধের ভিত্তিতে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। সেই সাথেই, তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রুজু করেছেন স্থানীয় অভিভাবকরা! পুলিশ সূত্রে খবর, কর্মকাণ্ডের যথাযথ শাস্তি পাবেন ওই ব্যক্তি!