Indiahood-nabobarsho

বিপদ বাড়ল শত্রুদের, লাদাখ সীমান্তে বিরাট কাণ্ড ঘটাল ভারতীয় সেনা

Published on:

Indian Army launches 4G and 5G internet services in various remote areas of Ladakh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় সেনার (Indian Army) বিরাট কৃতিত্ব! চিনা আগ্রাসনের আশঙ্কায় ভারতের অরুণাচল প্রদেশ ও লাদাখের মতো অঞ্চলগুলি সেনাবাহিনীর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। ফলত, সেইসব অঞ্চলে ইন্টারনেট ও কমিউনিকেশন পরিষেবা সচল রাখা জরুরি। এবার সেই কথা মাথায় রেখেই, লাদাখের গালওয়ান, দেমচক, ছুমার, বাটালিক, দ্রাস ও সিয়াচেন হিমবাহের মতো অঞ্চলে 4G ও 5G পরিষেবা চালু করল ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রথমবারের জন্য লাদাখের উঁচু এলাকায় বসল টাওয়ার

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, পূর্ব ও পশ্চিম লাদাখ এবং সিয়াচেন হিমবাহের মতো প্রত্যন্ত অঞ্চল গুলি থেকে পরিবার ও আত্মীয়দের সাথে যোগাযোগ করাটা এতদিন একেবারে অসম্ভব ছিল, তবে সেই কাজ এবার সহজ করল ভারতীয় সেনা।

জানা গিয়েছে, লাদাখ ও সিয়াচেন হিমবাহের প্রত্যন্ত অঞ্চল গুলিতে 4G ও 5G পরিষেবা পৌঁছে দিতে মোবাইল টাওয়ার বসানো হয়েছে। একেবারে দক্ষ হাতে প্রচন্ড ঠান্ডা, ভারী তুষারপাত ও দুর্গম পরিস্থিতির মধ্যে দিয়ে ইন্টারনেট পরিষেবা চালু করার কাজ শেষ করেছেন সেনা জাওয়ানরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নেপথ্যে একাধিক কারণ

জানা গিয়েছে, লাদাখ ও সিয়াচেন হিমবাহ সংলগ্ন অঞ্চল গুলিতে নেটওয়ার্ক পরিষেবা সচল না থাকার কারণে সেনাবাহিনী সদস্যরা পরিবার ও আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারতেন না। তাছাড়াও শত্রুদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়ার ক্ষেত্রেও একাধিক বাধা তৈরি হতো।

বেশ কয়েকটি রিপোর্ট বলছে, প্রচন্ড ঠান্ডা, ভারী তুষারপাত সহ দুর্গম পরিবেশে পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারলে সেনাদের মনবল ও আত্মবিশ্বাস যেমন বাড়ে তেমনই কাজের প্রতিও মনোযোগী হয়ে ওঠেন তাঁরা।

মূলত এইসব সমস্যার কথা মাথায় রেখেই দুরবুক, গালওয়ান, দেমচক, ছুমার, বাটালিক, দ্রাস ও সিয়াচেন হিমবাহের মতো প্রত্যন্ত অঞ্চল গুলিতে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা চালু করল ভারতীয় সেনা।

বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্ত প্রতিরক্ষা বাহিনীর এমন পদক্ষেপে পরিবারের সাথে যোগাযোগ রক্ষা যেমন সহজ হবে তেমনই শত্রুদের প্রতিটি গতিবিধি কয়েক মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন ভারতীয় সেনাবাহিনীর কর্তারা। তাছাড়াও ব্যাটেলিয়ানের সাথে যোগাযোগ ও সেনাদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার ক্ষেত্রেও বিশেষ উপযোগী হয়ে উঠবে মোবাইল টাওয়ারগুলি।

অবশ্যই পড়ুন: সুপার কাপে ডার্বি! কীভাবে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, মোহনবাগান? রইল সমীকরণ

প্রসঙ্গত, লাদাখের প্রত্যন্ত অঞ্চল গুলিতে ইন্টারনেট পরিষেবা তথা মোবাইল টাওয়ার বসানোর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়ার ভাবনাকে নতুন শিখরে নিয়ে যেতে চাইছেন সেনা জওয়ানরা। সূত্রের খবর, লাদাখ ও কার্গিল সীমান্ত জেলাগুলিতে মোট 4টি মোবাইল টাওয়ার বসানো হয়েছে।

যার জেরে সেনাবাহিনীদের পাশাপাশি উপকৃত হবেন সীমান্তবর্তী গ্রামগুলির বহু মানুষ। মূলত ইন্টারনেট পরিষেবা চালু হওয়ায় সীমান্তের প্রত্যন্ত গ্রামের শিশুরাও ইন্টারনেটের দৌলতে পড়াশোনা যেমন অনলাইন ক্লাসের মতো একাধিক সুবিধা পাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group