সৌভিক মুখার্জী, কলকাতা: মোবাইল ফোন ব্যবহারকারীদের আবারও রাতের ঘুম মাথায় উঠতে চলেছে। সুত্রের খবর, চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ ফের মোবাইল রিচার্জের (Recharge Plan) দাম বাড়তে পারে। হ্যাঁ, এমনটাই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক এক রিপোর্ট। টেলিকম জগতের বড় তিন প্রতিযোগী Jio, Airtel এবং Vi, যারা আগে একাধিকবার তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। এবার তারা আবারও সেই একই পথে হাঁটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
কী বলছে সাম্প্রতিক রিপোর্ট?
সম্প্রতি ব্রোকারেজ সংস্থা বার্নস্টেইন জানাচ্ছে যে, শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল, যা 2027 সাল পর্যন্ত চলবে। আর টেলিকম সংস্থাগুলির মূল পরিকল্পনা রাজস্ব বাড়ানো, নেটওয়ার্কের মানকে উন্নত করা এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরো অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া। কিন্তু এখানেই তৈরি হচ্ছে মূল সমস্যা। এই অতিরিক্ত খরচের পুরো চাপ গিয়ে পড়ছে সাধারণ ব্যবহারকারীদের পকেটে।
বিগত বছরের অভিজ্ঞতা
আমরা যদি একটু অতীত খতিয়ে দেখি তাহলে দেখতে পাবো, 2024 সালে টেলিকম সংস্থাগুলি কীভাবে তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছিল। তখন তাদের যুক্তি ছিল যে, তারা 5G পরিষেবা শুরু করছে। আর তাতে প্ল্যানের দাম বাড়ানোর প্রয়োজন পড়ছে। তবে এ বছর যদি ফের একই ধাক্কা আসে তাহলে সাধারণ মানুষের কপালে আবারও চিন্তার ভাঁজ পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।
মোটামুটি মাসিক খরচ কত হবে?
এখনও পর্যন্ত একজন সাধারণ ব্যবহারকারী 28 দিনের রিচার্জের জন্য গড়ে 200 টাকা মতো ব্যয় করে। কিন্তু নতুন মূল্যবৃদ্ধির ফলে সেই খরচ 250 এর ঘরে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে প্রিপেইড বা পোস্টপেইড, উভয় গ্রাহকের উপরেই এই প্রভাব পড়বে। আগে যেখানে 200 টাকা রিচার্জ করলে গোটা একমাস নিশ্চিন্তে চালানো যেত, এখন যেখানে 200 টাকা রিচার্জ করলে 24 দিনও ঠিকভাবে চলে না। ফলে গ্রাহকদের পকেটে পড়ছে অতিরিক্ত চাপ।
আরও পড়ুনঃ ১ মে থেকে বন্ধ ডিম, মাংস উৎপাদন! দেশজুড়ে পোল্ট্রি শিল্পে ভয়াবহ সংকট
ঠিক কী কারণে বাড়ছে দাম?
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, টেলিকম সংস্থাগুলির রিচার্জের মূল্যবৃদ্ধির পিছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত 5G নেটওয়ার্কের বিস্তার এবং রক্ষণাবেক্ষণের খরচ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া স্পেকট্রাম কেনাতে বিপুল পরিমাণে ব্যয় করতে হচ্ছে এবং পরিকাঠামগত উন্নয়নেও প্রচুর পরিমাণে অর্থ দরকার পড়ছে। আর সে কারণেই তারা সাধারণ গ্রাহকদের পকেটে চাপ দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |