সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্প নিয়ে প্রকাশ্যে এল বিরাট খবর। আপনিও কি আবাস যোজনার আওতায় টাকা পেয়েছেন? বা আগামী দিনে পাবেন বলে অপেক্ষা করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটির ওপর চোখ বুলিয়ে নিন। ২০২৪ সালে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আর এই নিয়ে কম কাদা ছোঁড়াছুড়ি হয়নি কেন্দ্র ও রাজ্যের মধ্যে। সেইসঙ্গে ১০০ দিনের টাকা না দেওয়ারও অভিযোগ রয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। তবে এসব এখন অতীত, এবার পশ্চিমবঙ্গ সরকার সকলের কথা চিন্তা করে আবাস যোজনার টাকা দেওয়ার সময় এগিয়ে আনার প্ল্যান করছে বলে খবর।
আবাস যোজনার টাকা নিয়ে বিরাট ভাবনা রাজ্যের
বর্তমান সময়ে বাংলার এমন বহু মানুষ আছেন যারা কিনা আবাস যোজনার টাকা কবে আসবে? সেই অপেক্ষায় দিন গুনছেন। এদিকে আর দেরি না করে আগেভাগে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে বিপুলভাবে উপকৃত হবেন আবাস যোজনায় আবেদনকারীরা।
আসলে সরকার আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা সময়ের অনেক আগেই সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্ল্যান করছে। এদিকে সামনেই রয়েছে বিধানসভা ভোট। ২০২৬-এর ভোটের আগে এই কাজ সরকারের বিরাট মাস্টারস্ট্রোক হতে পারে বলে মনে করছে বিশিষ্ট মহল। ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে আবাসের সব উপভোক্তাকে চলতি ১২ লক্ষ ছাড়াও আরও ১৬ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর এই টাকা নির্ধারিত সময়ের আগেই সকলের ব্যাঙ্কে ঢুকবে বলে দাবি করছে বিশিষ্ট মহল।
কাজ শুরু প্রশাসনের
যত দ্রুত আবেদনকারীদের টাকা পাঠানো যায় সেই নিয়ে জোরকদমে কাজ চালাচ্ছে প্রশাসন। যদিও কিছু ক্ষেত্রে বাধা যে একেবারেই নেই সেটাও বলছে না রাজ্য। যেমন প্রশাসনিক আধিকারিকদের একাংশের বক্তব্য, উত্তরবঙ্গে এই সময়টায় কিছু চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন। ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে। আবার ইদের কারণেও কিছুদিন সেই কাজ করা যায়নি। সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি, এখনও ৩-৪ শতাংশ কাজ বাকি রয়েছে। সেগুলিই যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছে নবান্ন।
আরও পড়ুনঃ মাসে ৫০ টাকা বাড়তে পারে খরচ, রিচার্জের দাম বৃদ্ধির পথে Airtel থেকে Jio
এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে। সমস্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন পঞ্চায়েতমন্ত্রী পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। প্রশাসনিক সূত্রের বক্তব্য, জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের। কিন্তু এখন মে মাসের শেষের মধ্যে সেই মুখ্যমন্ত্রীর হাত থেকে সেই টাকা সকলকে পাঠানো হবে বলে খবর।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |