Indiahood-nabobarsho

কালের নিয়মে হারিয়ে যাওয়া বাংলার এক রেল লাইন, যেই কারণে জংশন তকমা হারায় তারকেশ্বর

Published on:

tarakeswar rail line

সহেলি মিত্র, কলকাতাঃ তারকেশ্বর এবং মগরা…এই দুটি রেলস্টেশন হাওড়া ডিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি স্টেশন। প্রতিদিন এই দুটি স্টেশনের ওপর দিয়ে হাজার হাজার মানুষ, শয়ে শয়ে ট্রেন ছুটে চলেছে। লোকাল থেকে শুরু করে বহু দূরপাল্লার ট্রেন এই দুটির ওপর দিয়ে ছুটছে। যদিও আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে এমন একটি কালের নিয়মে হারিয়ে যাওয়া রেল লাইন (Rail Line) নিয়ে আলোচনা করা হবে যেটি সম্পর্কে শুনলে হয়তো আকাশ থেকে পড়বেন। জানার পর হয়তো ভাববেন, এরকম রেল লাইনও ছিল বাংলায়?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হারিয়ে যাওয়া তারকেশ্বর-মগরা রেল লাইন

এক জীবনে ভারতীয় রেলের ইতিহাস সম্পর্কে জানা কারোর পক্ষেই সম্ভব নয়। ভারত তথা গোটা বিশ্বের রেল নেটওয়ার্ক এতটাই লম্বা যে কেউ হয়তো কল্পনাও করতে পারবেন না।। এবার ফেরা যাক বাংলার রেল নেটওয়ার্ক সম্পর্কে। বাংলার রেল মানচিত্রে এমন অনেক রেল স্টেশন, ট্রেন আছে যেগুলি এক সময় ছিল, কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়। আবার এও আছে যেগুলি বছরের পর ধরে বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বা চালু হওয়ার মুখে রয়েছে। আজ আলোচনা হবে কীভাবে তারকেশ্বর এক সময় জংশন স্টেশনের তকমা হারায় কিংবা মগরাগামী ট্রেন কবে শেষ ছেড়ে যায় সে সম্পর্কে।

অনেকেই হয়তো জানেন না যে এক সময়ে তারকেশ্বর-মগরা লাইন চালু ছিল। কিন্তু ১৯৫৬ সালে তা বন্ধ হয়ে যায়। সেই সময়ে শেষবারের মতো তারকেশ্বর জংশন থেকে মগরাগামী ট্রেন ছেড়ে যায়। এরপরেই কিন্তু তারকেশ্বর স্টেশনটি ‘জংশন’ তকমা হারায়। সেই সময়ে গোপীনগর , দশঘড়া জং, কানানদী, ধনিয়াখালি, রুদ্রাণী, মাজিনান, ভাস্তাড়া, মেলকি, গোয়াই আমড়া , দ্বারবাসিনী ,মহানাদ , হালসাই , সুলতানগাছা স্টেশন যাত্রীদের সমাগমে গমগম করত। কিন্তু ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সবকিছু কেমন যেন থমকে যায়। বন্ধ হয়ে যায় দশঘড়া জংশন থেকে জামালপুর গঞ্জ রেল পথও। দশঘড়া জং ও জামালপুর গঞ্জের মধ্যবর্তী স্টেশন গুলি ছিল শ্রী কৃষ্ণপুর, চকদিঘী ও শুড়েকালনা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ TNT-র থেকেও ১৫ গুণ বেশি শক্তিশালী! হাইড্রোজেন বোমা বানিয়ে বিশ্বকে আতঙ্কে ফেলল চিন

চলত ৭টি ট্রেন

সূত্রের খবর, সেই সময়ে নাকি এই রেল পথে সেই সময় তারকেশ্বর থেকে সাতটি ট্রেন চলত। যার মধ্যে চারটি যেত জামালপুর গঞ্জে, একটি ত্রিবেণী ও দুটি মগরা। এছাড়াও ধনিয়াখালি থেকে একটি ট্রেন সকালে ছেড়ে ত্রিবেণী যেত। জামালপুরগঞ্জ থেকে আসা ট্রেন গুলিকে দশঘড়া জংশনে ত্রিবেণী বা মগড়া থেকে আসা তারকেশ্বর গামী ট্রেনের সাথে যুক্ত করে তারকেশ্বরের উদ্দেশ্যে ছাড়া হতো। তবে এখন সেসব অতীত। যদিও নতুন করে সাধারণ মানুষ তারকেশ্বর-মগরা রেল লাইন পুনরায় চালু করার দাবি জানাচ্ছেন। যদিও এই বিষয়ে রেলের তরফে মেলেনি কোনও সবুজ সংকেত বলে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group